ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। চট্টগ্রামে ‘মন মঞ্জিলে’ নাটকের শুটিং চলাকালীন দুর্ঘটনার শিকার হয়ে চিকিৎসা নিতে হয় হাসপাতালে। শুটিং সেটে একটি লাইটস্ট্যান্ড হঠাৎ পড়ে তিনি মাথায় আঘাত পান ।
এই ঘটনার পর দ্রুত তাকে সেখানকার স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ওই রাতেই হোটেলে ফিরে আসেন তিনি।
চিকিৎসক তাকে বিশ্রামের পরামর্শ দেওয়ার কারনে শুটিংয়ের কাজ অসমাপ্ত রেখেই সোমবার (১২ মে) সকালের ফ্লাইটে ঢাকায় ফিরেন এই অভিনেত্রী।
শুটিংসেটে আহতের বিষয়ে তিনি বলেন, ‘আল্লাহর রহমতে এখন কিছুটা ভালো আছি। তবে এখনো সুস্থ অনুভব করছি না, খুবই অসুস্থ লাগছে। শরীরটা ভালো লাগছে না। দু-এক দিন একটু কষ্ট হবে। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে যাব, ইনশাহআল্লাহ।’
গত রোববার (১১ মে) ৭টার দিকে শুটিং চলাকালে লাইটস্ট্যান্ড পড়ে মাথায় গুরুতর চোট পান তটিনী।
জানা যায়, কয়েকদিন ধরেই চট্টগ্রামের কয়েকটি জায়গায় ঈদুল আজহার নতুন নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছিলেন তিনি। সে রকম এক শুটিং সেটেই ঘটে যায় এমন দুর্ঘটনা।
দুর্ঘটনার পর অভিনেত্রীকে দ্রুত পাশে অবস্থিত ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসক জানান, যেহেতু মাথায় চোট লেগেছে, তাই এখন সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন। এছাড়া তারা পর্যবেক্ষণে রাখেন। কথা বলতে নিষেধ করেন অভিনেত্রীকে।
চট্টগ্রামের লেডিস ক্লাবসংলগ্ন একটি বাংলোতে চলছিল ‘মন মঞ্জিলে’ নাটকের শুটিং। এতে অংশ নিচ্ছিলেন তানজিম সাইয়ারা তটিনী ও তৌসিফ মাহবুব। নাটকটি পরিচালনা করছেন হাসিব হোসাইন রাখি।