২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করার আহ্বান জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা দে।
গত ২০ মার্চ তার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে মসজিদগুলোতে এ আয়োজনের অনুরোধ জানানো হয়। তবে চিঠিটি প্রকাশের পর সমালোচনা শুরু হলে পরে তা সংশোধন করা হয়। পরে শেখ মুজিবুর রহমানের নামটিও বাদ দেয়া হয়।
গাজীপুর সিটি করপোরেশনের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ‘আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫। সরকারি সিদ্ধান্ত মোতাবেক বিষয়টি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে, ওইদিন সুবিধাজনক সময়ে আপনার মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করা হলো।’
এ বিষয়ে সিটি করপোরেশনের সচিব (উপ-সচিব) নমিতা দে বলেন, ‘চিঠিটি ভুলবশত তৈরি করা হয়েছিল। তাড়াহুড়ো করে স্বাক্ষর করেছি। পরে তা সংশোধন করা হয়। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।’
এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি, খোঁজ-খবর নেয়া হচ্ছে।’
এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয় যুগ্ম সচিব আবু হায়াত রফিকের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে গাজীপুর সিটি করপোরেশন থেকে প্রত্যাহার করে ওএসডি করা হয়।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে গাজীপুর সিটি করপোরেশনে কর্মরত নমিতা দে। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তিনি সম্পত্তি কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। গত ৫ আগস্টের পর তাকে আরও গুরুত্বপূর্ণ সচিব পদে পদায়ন করা হয়।