শেখ হাসিনা টুপ করে ঢুকতে চাইলে তাকে আম গাছে বেঁধে রাখা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
আজ (রোববার, ৬ জুলাই) দুপুর আড়াইটায় চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে পথসভায় এ কথা বলেন আখতার হোসেন।
তিনি বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের মানুষ আমার আত্মীয়। কারণ এ জেলায় আমার শ্বশুরবাড়ি। এরই মধ্যে এ জেলার মানুষ ভারতীয় আগ্রাসন রুখে দিয়েছেন। মাঝে মাঝেই শেখ হাসিনা বাংলাদেশে টুপ করে ঢুকে পড়তে চায়। সে যদি টুপ করে বাংলাদেশে ঢুকে পড়ে তাকে আম গাছে বেঁধে রাখা হবে। বিচার করা হবে।’
আখতার হোসেন বলেন, ‘দিল্লির সরকার দিনে দিনে বিএসএফকে দিয়ে বাংলাদেশের সীমান্ত এলাকার মানুষকে গুলি করে হত্যা করেছে। বাংলাদেশের মানুষ এসব আর মেনে নেবে না। এখন বাংলাদেশের বিরুদ্ধে ভারত, চীন বা আমেরিকা আর আঙুল উঁচিয়ে কথা বলতে পারবে না। এখন নতুন বাংলাদেশে সৃষ্টি হয়েছে।’
এরপর এনসিপি প্রধান নাহিদ ইসলাম বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী। তবুও এ শিল্প গড়তে এবং এ ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরতে বিগত কোনো নেতা বা দল কেউই পদক্ষেপ নেয়নি।’
তিনি বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের জন্য যে আন্দোলন হচ্ছে তা সরকারকে মেনে নিতে বলছি।’ এনসিপির এ নেতা বলেন, ‘গণঅভ্যুত্থানের পর আমরা নতুন বাংলাদেশ চেয়েছি, আমরা সংস্কার চেয়েছি, বিচার চেয়েছি, জুলাই সনদ চেয়েছি আমরা। একটি ইনসাফভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখি।’