33 C
Dhaka
Tuesday, May 21, 2024

শ্রমিকদের মজুরি নির্ধারণের দাবিতে ৩০ নভেম্বর শ্রম মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

দিনে দিনে দ্রব্যমূল্যের দামের তারতম্য ঘটলেও বাড়েনি পোশাকশ্রমিকদের মজুরি। শ্রমিকদের মজুরি বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। আগামী ৩০ নভেম্বর এ দাবি নিয়েই শ্রম মন্ত্রণালয় ঘেরাও ও শ্রমমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হবে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়।

শুক্রবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে  সংগঠনের সভাপতি আমিরুল হক আমিন এই ঘোষণা দেন।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেন,  সর্বশেষ ২০১৮ সালের ডিসেম্বর মাসে গার্মেন্টস শ্রমিকদের মজুরি ঘোষণা করা হয়েছিল। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি,গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্যবৃদ্ধি, বাড়ি ভাড়া,যাতায়াত ভাড়া ও চিকিৎসা খরচ বেড়েছে। কিন্তু দেশের ৪০ লাখ গার্মেন্টস শ্রমিকের মজুরি বাড়েনি। তাই শ্রমিকদের যৌক্তিক মজুরি নির্ধারণ এখন জরুরি হয়ে পড়েছে।

ইতোমধ্যে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন,  নতুন করে বেতন বাড়ানোর আলোচনা চলছে। অন্যান্য শিল্প সেক্টরের শ্রমিকদেরও মজুরি বাড়ানো হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক কথা হলো, দেশর ৮৭ শতাংশ বৈদেশিক মুদ্রা অর্জনকারী গার্মেন্টস শ্রমিকদের মজুরি আজও বাড়ানো হয়নি।

ফেডারেশনের সভাপতি আরও বলেন, গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং মজুরি বোর্ড গঠনের জন্য ইতোমধ্যে শ্রম প্রতিমন্ত্রী, শ্রম সচিব ও সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কোনও উদ্যোগ আজ পর্যন্ত নেওয়া হয়নি।

বাধ্য হয়ে আগামী ৩০ নভেম্বর শ্রম মন্ত্রণালয় ঘেরাও ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যোগ করেন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি। 

সর্বশেষ সংবাদ

রাইসির মৃত্যু নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলো ইসরায়েল

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে রোববার নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ শীর্ষ কয়েকজন নেতা। এরপরই আঙুল উঠছে ইরানের শত্রু দেশ ইসরায়েলের ওপর। তবে ইসরায়েলের এক...

কঠোরভাবে বাজার মনিটরিংয়ের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি পরিস্থিতির লাগাম টেনে ধরতে কঠোরভাবে বাজার মনিটরিং শুরু করতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২০ মে) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে...

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শোক জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ তার সফর সঙ্গীদের নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট...

ইরানে হেলিকপ্টার দুর্ঘটনা: প্রেসিডেন্টসহ সবার মরদেহ উদ্ধার

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ অন্যদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দিয়ে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় অনুসন্ধান অভিযানও শেষ হয়েছে। সোমবার (২০ মে) ইরানি রেড ক্রিসেন্ট...

প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে জরুরি বৈঠক ডেকেছে ইরানের মন্ত্রিসভা

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির- আব্দুল্লাহিয়ানের মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণার পর জরুরি বৈঠক ডেকেছে ইরানের মন্ত্রিসভা। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে দেশটির বার্তাসংস্থা ইরনা...