জনতার টানা বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালানোর পর ক্ষমতা থেকেও গতকাল পদত্যাগ করেছেন গোতাবায়া রাজাপাকসে। এতে সৃষ্ট শূন্যপদে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন শ্রীলংকার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
শুক্রবার (১৫ জুলাই) শ্রীলংকার প্রধান বিচারপতি জয়ন্থা জয়াসুরিয়ার কাছে শপথ নেন রনিল। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রবল বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের দেশ ছেড়ে পালানোর পর থেকেই ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন কর আসছেন রনিল। আজ পার্লামেন্টে স্পিকার প্রেসিডেন্ট হিসেবে গোটাবায়ার পদত্যাগপত্র গ্রহণের ঘোষণা দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে শপথ নেন রনিল বিক্রমাসিংহে৷
গত বুধবার গোটাবায়া ই-মেইলে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান।
সাম্প্রতিক সময়ে ভয়াবহ জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য ও ঔষধ সংকট চলছে দ্বীপ রাষ্ট্র শ্রীলংকায়। দেশটির ইতিহাসের সবচাইতে বড় অর্থনৈতিক বিপর্যয়ের জন্য সেখানকার জনগণ রাজাপাকসে পরিবার ও তাদের অধীনে পরিচালিত প্রশাসনকে দায়ী করে আসছে।