27 C
Dhaka
Tuesday, September 17, 2024

শ্রীলংকায় সঙ্কট; রাশিয়াকে যে কারণে দায়ী করলেন জেলেনস্কি

ডেস্ক রিপোর্ট:

শ্রীলংকায় চলমান সঙ্কটের জন্য রাশিয়াকে দায়ী করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বৃহস্পতিবার শ্রীলংকা থেকে প্রকাশিত সংবাদমাধ্যম ডেইলি মিররের খবরে এমনটা জানানো হয়েছে।

ভ্লাদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনে আগ্রাসন চালিয়ে বিশ্বের খাদ্যপণ্য সরবরাহ ব্যবস্থা অচল করে দিয়েছে রাশিয়া। এতে করে শুধু শ্রীলংকা নয়, সারা বিশ্বে অস্থিরতা চলছে।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এশিয়ার দেশগুলোর নেতাদের নিয়ে ‘এশিয়ান লিডারশিপ কনফারেন্সে’ ভার্চুয়ালি যুক্ত হয়ে জেলেনস্কি এমন মন্তব্য করেন।

রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়া ইউক্রেন আগ্রাসনের জন্য যে কৌশলগুলো ব্যবহার করেছে, তার মধ্যে একটি ‘অর্থনৈতিক অস্থিতিশীলতা’ তৈরি করা। চলমান সঙ্কট ও সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার কারণে দেশে দেশে খাদ্য ও জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে। তৈরি হয়েছে অস্থিরতা। এদিকে রাশিয়া এই অস্থিরতার ফায়দা নিচ্ছে।

এটা শুধু আমাদের জন্য উদ্বেগের নয় বলেও জানান জেলেনস্কি। তিনি বলেন,
উদাহরণ হিসেবে শ্রীলংকার ঘটনা দেখুন। হঠাৎ জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বেড়ে সেখানে সামাজিক বিস্ফোরণ হয়েছে। এর শেষ কোথায় কেউ জানে না। সবাই জানেন, জ্বালানি ও খাদ্য সঙ্কটে পড়া অন্য দেশগুলোতেও এমন বিস্ফোরণ ঘটার ঝুঁকি তৈরি হয়েছে।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...