ওয়ানডে সিরিজে হারের পর টি-টোয়েন্টি সিরিজেও শুরুটা হার দিয়ে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে পরের দুই ম্যাচ টানা জিতেছে লিটন দাসের দল। তাতে দুইটি নতুন রেকর্ডও সঙ্গী হলো বাংলাদেশের।
শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এর আগে দেশটিতে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ছিল ২০১৭ সালে সিরিজ ড্র করা।
এছাড়া প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে দুইবার দেশের বাইরে টি-টোয়েন্টি সিরিজ জিতেছেন লিটন। ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েদট ইন্ডিজ আর ২০২৫ সালে এসে শ্রীলঙ্কার মাটি থেকে সিরিজ জিতেছেন লিটন কুমার দাস।
কলম্বোর প্রেমাদাসায় এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন পাথুম নিশাঙ্কা। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন শেখ মেহেদি।
জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। দুর্দান্ত এক ফিফটি আসে তানজিদ তামিমের ব্যাট থেকে।