অর্থনৈতিক দিক থেকে অনেকটাই দুর্বিষহ সময় পার করছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। দেশটিতে এবার নতুন করে আরেক দফায় বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। এতে জনগণের জীবনে চলমান সংকট আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
রবিবার (২৬ জুন) শ্রীলঙ্কার সরকারি তেল ও গ্যাস কোম্পানি সিলন পেট্রোলিয়াম করপোরেশন (সিপিসি) বলেছে, গণপরিবহনে ব্যাপক ব্যবহৃত জ্বালানি ডিজেলের দাম ১৫ শতাংশ বাড়িয়ে প্রতি লিটার ৪৬০ শ্রীলঙ্কান রুপি (১.২৭ ডলার) করা হয়েছে। আর পেট্রলের দাম ২২ শতাংশ বাড়িয়ে ৫৫০ রুপি (১.৫১ ডলার) করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল শনিবার শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রী কাঞ্চনা ভিজেসেকেরা বলেছেন, তেলের নতুন চালান পেতে অনির্দিষ্টকাল দেরি হতে পারে।এ বিষয়ে দেশটির এ মন্ত্রী মোটরযানচালকদের কাছে ক্ষমা চেয়ে অনুরোধ করেছেন, তারা যেন জ্বালানি স্টেশনগুলোর সামনে ভিড় না করেন।
শ্রীলঙ্কায় জ্বালানির যে মজুত অবশিষ্ট আছে, তা দিয়ে আর প্রায় দুদিন চলতে পারে। তবে জরুরি সেবার জন্য এ জ্বালানিটুকু বাঁচিয়ে রেখেছে কর্তৃপক্ষ।
সাম্প্রতিক সময়ে সংকট পরিস্থিতিতে জনরোষের মুখে পড়ে প্রধানমন্ত্রী রাজপাকসের সরকারের পতনের পর নতুন সরকার গঠন করেছে এই দ্বীপরাষ্ট্রটি। তবুও শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট এখনো স্থিতিশীল অবস্থাই থেমে আছে৷