শ্লীলতহানির প্রতিবাদ করায় বরিশালের বাকেরগঞ্জ সদরে এক নারীকে সড়কে প্রকাশ্যে মারধর করা হয়েছে। শুক্রবার দুপুরের এ মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, সড়করে ওপর ফেলে এক নারীকে এক যুবক কিল ও ঘুষি দিচ্ছেন। আর যুবককে নিবৃত্ত করার চেষ্টা করছেন পথচারী ও স্থানীয়রা।
খোঁজ নিয়ে জানা যায়, সদর রোডে পোশাক বিক্রির দোকান খন্দকার বস্ত্রালয়ে পোষাক কিনতে গিয়েছিলেন ওই নারী। এসময় তিনি দোকানের মালিক জাকির হোসেনের শ্লীলতাহানির শিকার হন।
ভুক্তভোগী নারীর ভাষ্য, পোশাক দেখানোর নামে তার শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেন দোকান মালিক। তিনি এর প্রতিবাদ করলে তাকে মারধর শুরু করেন দোকান মালিক। কিল-ঘুষি মারতে মারতে দোকানের বাইরে সড়কের ওপর নিয়ে যান।
একাধিক প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী জানান, দোকানের ভেতরে হট্টগোল দেখে তারা গিয়ে উভয় পক্ষকে থামানোর চেষ্টা করেন। তবে এর আগেই হামলার ঘটনা ঘটে যায়।
অভিযুক্ত জাকির হোসেন নিজেকে ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি পরিচয় দিয়ে সাংবাদিকদের বলেন, দোকানের মধ্যে গিয়ে তার ওপর হামলা করলে তিনি পাল্টা হামলা করেন। এতে দোষ হলে তার কিছুই করার নেই।
অবশ্য বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের ভিন্ন দাবি, জাকির ওই নারীর ছেলের ওপর হামলা করেন। এসময় ওই নারী তার ছেলেকে রক্ষা করতে যান। তবে তার ওপর হামলার ঘটনা ঘটেনি। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।