সংগীতের মাধ্যমে সমাজ পরিবর্তনে স্বপ্ন দেখেন মাদারিপুরের কালকিনির যুবক আবু সুফিয়ান। পারিবারিক ঐতিহ্য, ইসলামী শিক্ষা দাওয়াত ও বরেণ্য আলেমে দ্বীন, হাফেজ মাওলানা আজিজুর রহমান সাহেবের চার সন্তানের মাঝে তৃতীয় পুত্র আবু সুফিয়ান।
নতুন সমাজ বিনির্মানের স্বপ্ন দেখা এই যুবক বর্তমান জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের প্রধান পরিচালকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দ্বীনের দাঈ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে ইসলামি সংগীতের মাধ্যমে মানুষকে ইসলামের সুবিশাল ছায়াতলে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তিনি মরহুম আইনুদ্দীন আল আজাদের(রহঃ) হাত ধরে ২০০৪ সাল থেকে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবে যোগদান করেন। প্রায় ১৭বছর ধরেই সংগীতাঙ্গনে অনবরত কাজ করে যাচ্ছেন, দেশের জন্য, সমাজের জন্য, আল্লাহর জন্য।
আবু সুফিয়ানের স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা যুবকদের জন্য পথ তৈরি করে যাওয়া, যে পথে চললে বিভ্রান্ত হতে হবে না। তিনি যুবকদের আবেগ ও বিবেকের সমন্বয়ে চলতে হবে বলেই বিশ্বাস করেন। কারণ হিসেবে তিনি জানান, যুবকরা এগিয়ে গেলেই এগিয়ে যাবে বাংলাদেশ।
সংগীত প্রেমী যুবক আবু সুফিয়ানের একক অডিও এ্যালবাম ৩ টি ও যৌথ প্রযোজনায় প্রায় ২০০শো গান রিলিজ হয়েছে এবং ইউটিউবে অসংখ্য জীবনমুখী সংগীত রয়েছে। বর্তমানে কলরব টিভি নামে ইউটিউব চ্যানেলে তার লেখা ও সুর করা অনেক গান রিলিজ দেয়া হয়েছে।
আবু সুফিয়ানকে বাংলাদেশে ইসলামী গণজাগরনী শিল্পী হিসেবে মানুষ চিনে এবং দর্শকদের মাঝে বাস্তবিকই তিনি জাগরণী সংগীতের শিল্পী হিসেবে সমাদৃত। সংগীতের সাথে জড়িত এ ১৭ বছরে প্রায় ৫ হাজার স্টেইজ শো করেন এই শিল্পী।
শিল্পী আবু সুফিয়ান বলেন, দেশের জন্য কাজ করে যেতে চাই। সংগীতের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে চাই।