নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের তিন শ’ ফিট এলাকায় সড়ক দুর্ঘটনায় বুয়েটের এক ছাত্র নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে ৩ টার দিকে এই ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি প্রাইভেটকার। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী বুয়েট ছাত্র মোতাসিম মাসুদ। আহত হন মেহেদী খান ও অমিত সাহা নামে আরও দুজন। তাদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
এসময় গাড়িটি জব্দ করা হয়েছে। প্রাইভেটকারটি একজন সেনা কর্মকর্তার মালিকানাধীন বলে জানিয়েছে পুলিশ। তবে গাড়িটি কে চালাচ্ছিলো তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশ।