ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হলে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের অবস্থান ও ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার (১৭ জুন) দুপুর একটায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠিত এই মিছিলে ছাত্রদল নেতাকর্মীদের ‘ক্যাম্পাসে বোমা মারে, প্রশাসন কি করে, বোমাবাজদের বিরুদ্ধে–ডাইরেক্ট একশন, নিরাপদ ক্যাম্পাস আমাদের অধিকার ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভে ঢাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, পবিত্র ঈদুল আযহার ছুটি পরবর্তী সময়ে শিক্ষার্থীরা যখন ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে, তখনই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী নানাভাবে সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা করছে। তারা এখনো বিভিন্ন হলে অবস্থান করছে। অবিলম্বে এই দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনতে হবে।
বিক্ষোভে ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস বলেন, আগস্ট পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের এই প্রশাসনের নিকট সাধারণ শিক্ষার্থীদের ও বিভিন্ন ছাত্রসংগঠনের যে আশা-ভরসা ছিল তা বাস্তবায়নে এই প্রশাসন পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তোফাজ্জল হত্যাকাণ্ড, গণিত বিভাগের সামনের গাছে ঝুলন্ত লাশ উদ্ধার, ফ্যাসিস্টের মোটিফ পোড়ানো এ সাম্য হত্যাকাণ্ড এই ব্যর্থতারই প্রতিফলন।
তিনি বিশ্ববিদ্যালয় উপাচার্যকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি স্বপদে বহাল থাকার নৈতিক ভিত্তি হারিয়েছেন। এই ব্যর্থতার দায়ভার আপনাদের নিতে হবে। একইসাথে তিনি ছাত্রলীগের সন্ত্রাসীদের অতি দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান।