মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

সব সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

দেশের সব সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৬ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ শীর্ষক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানান, ইন্টারন্যাশনাল রিনিউবেল এনার্জি এজেন্সি’র (আইআরইএনএ)
২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী, সৌরবিদ্যুৎ প্রসার ও ধার্যকৃত লক্ষ্যমাত্রা পূরণে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। ভারতে মোট বিদ্যুৎ চাহিদার ২৪ শতাংশ, পাকিস্তানে ১৭.১৬ শতাংশ, শ্রীলঙ্কায় ৩৯.৭ শতাংশ উৎপাদন হলেও বাংলাদেশে মোট বিদ্যুৎ চাহিদার মাত্র ৫.৬ শতাংশ সৌর বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে।

নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা ২০২৫ অনুযায়ী, নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ ও ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যমাত্রা অর্জনে ইতোমধ্যেই ৫২৩৮ মেগাওয়াট ক্ষমতার স্থলভিত্তিক ৫৫টি সৌর বিদ্যুৎকেন্দ্রের টেন্ডার কার্যক্রম শুরু হয়েছে। তবে এটি বাস্তবায়ন হতে ২০২৮ সাল পর্যন্ত সময় লাগবে বলে সংশ্লিষ্টরা জানান।

বৈঠকে প্রধান উপদেষ্টা দ্রুত বাস্তবায়নযোগ্য ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। এর অংশ হিসেবে সব সরকারি ভবন, স্কুল-কলেজ-মাদরাসা ও সব সরকারি হাসপাতালের ছাদে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘সরকারি ভবনে সোলার প্যানেল বসানোর কাজটি বেসরকারি উদ্যোগে করা যায় কি না সে ব্যাপারে বিবেচনা করুন। যারা বসাবে তারা নিজেদের ব্যবসায়িক স্বার্থেই এটার রক্ষণাবেক্ষণ করবে, কার্যকরভাবে এটা পরিচালনা করবে। সরকারের পক্ষ থেকে শুধু ছাদটা দেয়া হবে; বাকি কাজ তারাই করবে।’

তিনি বলেন, ‘এখন পর্যন্ত যে সব প্রতিষ্ঠান রুফটপ সোলার করেছে তাদের অভিজ্ঞতা সম্পর্কে আমাদের জানতে হবে। তারা কী ধরনের সমস্যায় পড়েছে সেগুলো জানতে হবে। সেই সমস্যাগুলো সমাধানের দিকে যেতে হবে।

এ প্রক্রিয়ায় সরকারি স্কুল, কলেজ, মাদরাসার ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহারের জন্য কোনো বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে না এবং সৌর বিদ্যুৎ উৎপাদন কাজে ব্যবহৃত ছাদের জন্য প্রতিষ্ঠানগুলো ভাড়া পাবে।

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং মাধ্যমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

সর্বদলীয় বৈঠকে ৫ সিদ্ধান্ত, আলোচনায় ছিল আ. লীগ ও জাপা ইস্যু

গণ অধিকার পরিষদের আহ্বানে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে ৫টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে।সোমবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।এর আগে এদিন বিকেলে গণ...

প্রেম থেকে বিয়ে, স্ত্রীর পরকীয়ার শোকে আত্মহত্যা করলেন স্বামী

আব্দুল্লা আল মাসরুফ, কুমিল্লা প্রতিনিধিকুমিল্লার বুড়িচংয়ে স্ত্রীর পরকীয়ার জেরে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ময়নামতি ইউনিয়নের মিরপুর গ্রামে এ...

ডাকসু নিয়ে নাটকীয়তা, শিক্ষার্থীদের তীব্র প্রতিক্রিয়া

ঢাবি প্রতিনিধিআগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের ঘোষণা দিয়েছিলো হাইকোর্ট। এর প্রতিবাদে প্রতিটি হল থেকে তাৎক্ষণিক বিক্ষোভ...

ডাকসু স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে বামদের মিছিলে নেই রিটকারী নেত্রী

ঢাবি প্রতিনিধিহাইকোর্টের রায়ে ডাকসু স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিক বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের পাশাপাশি বিভিন্ন ছাত্রসংগঠনগুলোও বিক্ষোভ বের করে। তবে সে...

সম্পর্কিত নিউজ

সর্বদলীয় বৈঠকে ৫ সিদ্ধান্ত, আলোচনায় ছিল আ. লীগ ও জাপা ইস্যু

গণ অধিকার পরিষদের আহ্বানে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে ৫টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে।সোমবার রাতে এক...

প্রেম থেকে বিয়ে, স্ত্রীর পরকীয়ার শোকে আত্মহত্যা করলেন স্বামী

আব্দুল্লা আল মাসরুফ, কুমিল্লা প্রতিনিধিকুমিল্লার বুড়িচংয়ে স্ত্রীর পরকীয়ার জেরে এক যুবক আত্মহত্যা করেছেন।...

ডাকসু নিয়ে নাটকীয়তা, শিক্ষার্থীদের তীব্র প্রতিক্রিয়া

ঢাবি প্রতিনিধিআগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের...