পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে বাবার হাতেই খুন হয়েছেন ছেলে। রাজশাহীর চারঘাট উপজেলায় এ ঘটনা ঘটে। বাবার ধারালো হাসুয়ার কোপে নিহত ব্যক্তির নাম জাহাঙ্গীর হোসেন (৪৫)।
মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের হুজারপাড়া গ্রামে সংগঠিত এ ঘটনায় অভিযুক্ত বাবা আব্দুল কুদ্দুসকে (৬৫) আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ। গণমাধ্যমকে নিহতের তথ্য নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ।
ওসি জানান, অভিযুক্ত পিতা আব্দুল কুদ্দুসের দুই স্ত্রী রয়েছে। নিহত জাহাঙ্গীর হোসেন তার প্রথম পক্ষের সন্তান। এ সংসারে তার দুই ছেলে ছিলো। আব্দুল কুদ্দুসের প্রথম স্ত্রী মারা যাবার পর তিনি আবার দ্বিতীয় বিয়ে করেন। সেই পক্ষেরও দুই মেয়ে রয়েছে। কয়েক মাস আগে কুদ্দুস আলী দুই মেয়ের নামে জমি রেজিস্ট্রি করে দিয়েছেন। এর জের ধরে পারিবারিক দ্বন্দ্ব শুরু হয়।
আজ মঙ্গলবার সকালে নিহত জাহাঙ্গীর হোসেন হুজারপাড়া বিলের জমিতে পাট কাটতে যায়। আব্দুল কুদ্দুস এবং তার দুই মেয়ের জামাই শনির আলী ও মনির আলী পাট কাটার সময় তাকে বাধা দেয়। এরপরই শুরু হয় তর্কাতর্কি এবং এক পর্যায়ে তিনজন মিলে জাহাঙ্গীর হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
জমির বিরোধে জাহাঙ্গীর হোসন খুন হয়েছেন নিশ্চিত করে ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর প্রধান অভিযুক্ত নিহতের বাবা আব্দুল কুদ্দুসকে আটক করা হয়েছে। এ ঘটনায় চারঘাট থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।