সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তা চন্দ্র শেখর হালদার ওরফে মিল্টনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ। তিনি ৩১তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা।গতকাল রবিবার (২৪ জুলাই) রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।
সোমবার (২৫ জুলাই) তাকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।
তেজগাঁও জোনাল গোয়েন্দা টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. শাহাদাত হোসেন সুমা বলেন, এর আগে এ ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই জিজ্ঞাসাবাদে প্রশ্ন ফাঁসের ঘটনায় মিল্টনের জড়িত থাকার কথা জানিয়েছেন। তাদের তথ্যের ভিত্তিতে মিল্টনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৩ মে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের(মাউশি) ৫১৩টি পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে এ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা জানতে পারে উর্ধতন কর্তৃপক্ষ। এ ঘটনার পর জড়িতদের গ্রেপ্তার করে সেই নিয়োগ পরীক্ষা বাতিল করে মাউশি।