জামালপুরে পানি উন্নয়ন বোর্ডের অফিসের ভেতরে থাকা একটি সরকারি পুকুর থেকে দলবল নিয়ে মাছ লুটের ঘটনায় বিএনপির এক নেতাকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (২৯ মার্চ) দুপুরে জামালপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তরুণ হাসান কাজল ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শুভ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অভিযুক্ত নেতার নাম এসএম আপেল মাহমুদ, যিনি ওই ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আপেল মাহমুদকে সাময়িকভাবে দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ওয়ার্ড বিএনপির সভাপতি তরুণ হাসান কাজল বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গের কারণে আপেল মাহমুদকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৬টার দিকে আপেল মাহমুদ ১০-১২ জন সহযোগীকে সঙ্গে নিয়ে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের অফিসসংলগ্ন সরকারি পুকুরে মাছ ধরতে যান। রোজার সময় হওয়ায় এবং সরকারি ছুটির দিন থাকায় অফিসের কেউ টের পাওয়ার আগেই তারা মাছ ধরে নিয়ে চলে যান।
তবে ফেরার পথে স্থানীয়দের নজরে এলে ঘটনাটি জানাজানি হয়। এরপর শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিএনপি ওয়ার্ড কমিটি অভিযুক্ত আপেল মাহমুদকে পদ থেকে অব্যাহতি দেয়।
এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নকিব উদ্দিন বলেন, ‘ভোরে ১০-১২ জন ব্যক্তি অফিসসংলগ্ন সরকারি পুকুর থেকে মাছ লুট করে নিয়ে গেছে। আমরা এ বিষয়ে জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, ‘এখনো অভিযোগ হাতে পাইনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ ঘটনায় শহরজুড়ে ব্যাপক আলোচনা চলছে। স্থানীয়দের অনেকে বলছেন, সরকারি সম্পদ লুটের এমন ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা উচিত।