পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, পর্যবেক্ষক পাঠানো একটি খেলা, তারা যদি কোনো পর্যবেক্ষক না পাঠায়, তাতে সরকারের আপত্তি নেই। নির্বাচনে বেশি সংখ্যক বিদেশি পর্যবেক্ষক দেশে আসতে চাইলে, তাদের খরচ বহন করতে আগ্রহী নয় সরকার।
শনিবার (১৪ অক্টোবর) বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় যাদুঘরে অরুপ রতন চৌধুরীর নতুন মিউজিক ভিডিও উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা মানবতা নিয়ে কথা বলে, বাক স্বাধীনতা নিয়ে কথা বলে, তারা এখন ফিলিস্তিন ইস্যুতে সহায়তার বদলে প্রতিবন্ধকতা তৈরি করছে।
সরকার ফিলিস্তিনিদের ওপর হামলার নিন্দা জানিয়েছে উল্লেখ করে দেশের নির্বাচন প্রসঙ্গে আব্দুল মোমেন আরও বলেন, বাংলাদেশের মানুষ সার্টিফিকেট দিলে আর বিদেশিদের সার্টিফিকেট লাগবে না।