সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

সাংবাদিককে হুমকি ও ছাত্রদলের আপত্তিকর শব্দ চয়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন

জাবি প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের বিনামূল্যে ভ্যাকসিন প্রদান কর্মসূচির অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে ‘জাগোনিউজ২৪.কম’-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সৈকত ইসলামকে হুমকি প্রদান ও ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের প্রতি আপত্তিকর শব্দব্যবহারে প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিককার এ কর্মসূচি পালন করেন।

এসময় সংহতি জানিয়ে মানববন্ধনে অংশ নেয় গণঅভুত্থ্যান রক্ষা আন্দোলন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এবং বিভিন্ন বিভাগের ছাত্রসংসদ এবং শিক্ষার্থীরা।

এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহবায়ক আব্দুর রশিদ জিতু বলেন, ৫ই আগষ্ট পরবর্তী বাংলাদেশে আমরা আশা করেছিলাম কেউ যদি কোন ভুল করলে তার জন্য ক্ষমা চাইবে; কিন্তু দেখছি উল্টোটা। আমরা দেখতে পাচ্ছি জাগোনিউজের জাবি প্রতিনিধি সৈকত ছাত্রদলের ভ্যাকসিন কর্মসূচির পেছনের দূর্নীতি নিয়ে নিরপেক্ষভাবে একটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেছিল। এজন্য ছাত্রদল তো ক্ষমা চায়নি বরং সেই নিউজ করার জন্য তাকে বিভিন্নভাবে হুমকি এবং চাপ দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, সৈকত শুধু একা নয়। আমরা হাজার হাজার সৈকত এখনো বেঁচে আছি। যেকোন পরিস্থিতিতে শুধু সৈকত নয় বরং সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সাধারণ শিক্ষার্থীরা সবসময়ই তাদের পাশে আছি।

জাবি প্রেসক্লাবের সভাপতি ওয়াজহাতুল ইসলাম বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরেও সাংবাদিকদের জন্য স্বাধীন পরিবেশ সৃষ্টি হয়নি। আজও তাদের হুমকির মুখে পড়তে হচ্ছে সংবাদ লেখার জন্য। সাংবাদিকের লেখার কোনো ভুল হলে একটি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে প্রতিবাদ করা যায়। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তা না করে পেশি শক্তির মাধ্যমে নিউজ সরিয়ে ফেলতে চাপ প্রয়োগ করেন এবং সাংবাদিকের উদ্দেশ্য করে  যে শব্দ উচ্চারণ করেছে তা খুবই নিন্দাজনক। তাই ছাত্রদল কর্তৃক দ্রুত এরূপ কাজের জন্য ক্ষমা চেয়ে,নিজেদের মধ্যে থাকা অপকর্ম গুলোর তদন্ত করা উচিৎ।

সমাপনী বক্তব্যে জাবি সাংবাদিক সমিতির সভাপতি ও বনিক বার্তার ক্যাম্পাস প্রতিনিধি মেহেদী মামুন বলেন,  ৫ই আগষ্ট পরবর্তী বাংলাদেশে যে পরিবর্তিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার জন্য সবার আগে গুলির মুখে বুক পেতে দিয়েছিল জাবি সাংবাদিকরা। সাংবাদিকদের এখন নির্ভয়ে লেখালেখির কথা ছিল, কিন্তু তার পরিবর্তে আজ তাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে।  এর থেকে লজ্জার আর কি হতে পারে! ছাত্রদলকে বলতে চাই, আপনাদের দুর্দিনে সাংবাদিকরাই পাশে ছিলে, আবার একই পরিস্থিতি ফিরলে হয়তো তাদেরই থাকতে হবে।

তিনি আরো বলেন, সময়ের আলোর সাংবাদিক সাব্বির আহমেদকে বলতে চাই, ৫ই আগষ্ট পরবর্তী সময়ে এসে আপনি কীভাবে অন্য একজন পেশাদার সাংবাদিককে হুমকি দিতে পারেন। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসাথে আগামীতে যদি কোন সাংবাদিকের উপর কোন হুমকি আসে তাহলে আমরা কোনভাবেই ছাড় দেবে না।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল জাগোনিউজের জাবি প্রতিনিধ সৈকত ইসলাম ” আওয়ামী এমপিকে পুনর্বাসন / ভাগ বাটোয়ারা দ্বন্দ্বে জাবিতে ভ্যাকসিন কর্মসূচি স্থগিত” এই শিরোনামে ‘জাগোনিউজ’ থেকে স্বনামে একটি নিউজ প্রকাশিত হলে নানাভাবে তাকে হুমকি প্রদান এবং চাপ প্রয়োগের চেষ্টা করা হয়। এবং ঐ দিন ‘সময়ের আলো’র জনৈক স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদ তাকে এই নিউজের সাথে কেন্দ্রীয় সম্পাদক নাসির উদ্দীন নাসিরের সম্পর্কের প্রামাণ আছে কিনা এমন প্রসঙ্গ তুলে নানাভাবে জেরা করে এবং এক পর্যায়ে নাসির উদ্দীনের হয়ে রিটের হুমকি প্রদান করে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ

খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত ও পাকিস্তানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার (২৭ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে...

ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

বিএনপি দলীয় প্রার্থী মোহাম্মদ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ...

ফিলিস্তিনি আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশি ৬ প্রতিনিধি পাঠাল ইন্তিফাদা ফাউন্ডেশন

তুরস্কের ইস্তাম্বুলে টানা এক সপ্তাহব্যাপী 'গাজায় সহযোগিতা ও উম্মাহর করণীয়' শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ইন্তিফাদা ফাউন্ডেশন কর্তৃক প্রেরিত বাংলাদেশের ৬ জন...

প্রবাসী বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষার হলে ছেলে

প্রবাস থেকে লাশ হয়ে ফেরা প্রবাসি বাবার মৃতদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় বসতে হলো মো. হাসান নামে এক শিক্ষার্থীকে। রোববার (২৭ এপ্রিল) সকাল ৭...

সম্পর্কিত নিউজ

প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ

খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত ও পাকিস্তানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের...

ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

বিএনপি দলীয় প্রার্থী মোহাম্মদ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট...

ফিলিস্তিনি আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশি ৬ প্রতিনিধি পাঠাল ইন্তিফাদা ফাউন্ডেশন

তুরস্কের ইস্তাম্বুলে টানা এক সপ্তাহব্যাপী 'গাজায় সহযোগিতা ও উম্মাহর করণীয়' শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন...