সোমবার, ২১ জুলাই, ২০২৫

সাংবাদিক পিটিয়ে বিএনপি নেতা বললেন— মাইর কম হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

ঠাকুরগাঁওয়ে সংবাদকর্মী মামুনের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপি নেতা জুবাইদুরের বিরুদ্ধে। পরে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে সাংবাদিক মামুনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার আখানগর ইউনিয়নের কালিবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে হাসপাতালের সামনে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাজারে চায়ের দোকানে অবস্থান করছিলেন মামুন। কিছুক্ষণ পরে আখানগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি যুবাইদুর চৌধুরী তার সন্ত্রাসী বাহিনী নিয়ে মামুনের ওপরে অতর্কিত হামলা চালান। তাকে নির্মমভাবে মারধর করেন এবং হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরেন। প্রায় ৩০ মিনিট ধরে চলে বর্বর শারীরিক নির্যাতন।

সাংবাদিক মামুন অর রশিদ বলেন, কয়েক মাস আগে তাকে (জুবাইদুর) নিয়ে চাঁদাবাজির একটি রিপোর্ট করেছিলাম। তিনি প্রায় মুঠোফোনে আমাকে হুমকি দিতেন। আজকে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেন। প্রাণে বেঁচে ফিরেছি। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

মুঠোফোনে হামলার বিষয়টি স্বীকার করে অভিযুক্ত বিএনপি নেতা জুবাইদুর চৌধুরী বলেন, সে আমাকে নিয়ে একটা লেখা লিখেছিল ফেসবুকে। তারপর থেকে তাকে দেখা করতে বলেছিলাম। সে দেখা করেনি। আজকে তাকে বাজারে পেয়েছি, পেটানো হয়েছে। তবে তার মাইর কম হয়েছে।

সাংবাদিক নেতারা বলছেন, দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে। সাংবাদিকের ওপর হামলা কোনোভাবেই কাম্য নয়। অপরাধী যেই হোক দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।

রুহিয়া থানা বিএনপির সভাপতি জব্বার বলেন, মামুন ভালো ছেলে। তার ওপর হামলার ঘটনা দুঃখজনক। আমরা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেব।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রকিবুল আলম বলেন, সাংবাদিক মামুনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। গলায় দাগ রয়েছে।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, হামলার ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

গাজীপুরে পৃথক স্থানে ছুরিকাঘাতে দুই হত্যা, জেলাজুড়ে চাঞ্চল্য

আজহারুল ইসলাম, গাজীপুর প্রতিনিধি গাজীপুরে পৃথক দুই স্থানে ছুরিকাঘাতে আরিফ হোসেন ভূঁইয়া ও রফিকুল ইসলাম নামে দুই ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ঘটনা ঘিরে...

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু

খাদ্যে বিষক্রিয়া আক্রান্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে বর্তমানে তিনি শারীরিক এই অবস্থা থেকে সুস্থ হয়ে উঠছেন। রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এই তথ্য...

মিরপুরের ধীরগতির উইকেটের কড়া সমালোচনায় পাকিস্তান কোচ ও অধিনায়ক

নিজেদের চেনা মাঠে ফের জ্বলে উঠলো বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে জয় এসেছে ৭ উইকেটে। তবে ম্যাচ হেরে মিরপুরের উইকেট নিয়েই অসন্তোষ প্রকাশ...

একাত্তরের মতো চব্বিশ নিয়ে যাতে কোন চেতনা ব্যবসা না হয়: সালাহউদ্দিন

ঢাবি প্রতিনিধিবিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, একাত্তরের চেতনা ব্যবসার মতো চব্বিশের গণঅভ্যুত্থান নিয়ে যাতে কোন চেতনা ব্যবসা না হয়। যারা নিজেদের একক...

সম্পর্কিত নিউজ

গাজীপুরে পৃথক স্থানে ছুরিকাঘাতে দুই হত্যা, জেলাজুড়ে চাঞ্চল্য

আজহারুল ইসলাম, গাজীপুর প্রতিনিধি গাজীপুরে পৃথক দুই স্থানে ছুরিকাঘাতে আরিফ হোসেন ভূঁইয়া ও রফিকুল...

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু

খাদ্যে বিষক্রিয়া আক্রান্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে বর্তমানে তিনি শারীরিক এই অবস্থা...

মিরপুরের ধীরগতির উইকেটের কড়া সমালোচনায় পাকিস্তান কোচ ও অধিনায়ক

নিজেদের চেনা মাঠে ফের জ্বলে উঠলো বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে জয় এসেছে...