চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশে বাবার আদলে ‘নারায়ে তকবির’ স্লোগান দিয়ে আলোচনা-সমালোচনার কেন্দ্রে চলে এসেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী। তরুণ নেতা হুম্মাম একাত্তরের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে।
টানা ছয়বারের সংসদ সদস্য ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। তার ফাঁসির রায় কার্যকর হয় ২০১৫ সালের ২২ নভেম্বর। তিনি তার বক্তব্যের শুরুতে ‘নারায়ে তকবির’ বলে স্লোগান দিতেন।
গতকাল বুধবার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপি আয়োজিত বিভাগীয় সমাবেশে হুম্মাম বক্তব্য দেন হুম্মাম কাদের চৌধুরী। সমাবেশে বক্তব্যের শুরুতে হুম্মাম নিজেকে সালাহউদ্দিন কাদেরের ছেলে বলে পরিচয় দেন। আর শেষ করেন বাবার আদলে ‘নারায়ে তকবির’ স্লোগান দিয়ে।
হুম্মাম কাদের চৌধুরীর বক্তব্য
নিজ বক্তব্যে হুম্মাম কাদের চৌধুরী বলেন, ‘বেশি সময় নেব না। অনেক সিনিয়র নেতা এসেছেন। আপনাদের সামনে উপস্থিত হয়েছি, কোনো বড় নেতা হিসেবে নয়। আজকে এসেছি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হিসেবে। আপনারা সবাই সঙ্গে থাকলে আমাদের পরাজিত করার শক্তি কারও নেই। ’
সরকারকে উদ্দেশ করে হুম্মাম বলেন, ‘এই আওয়ামী লীগ সরকারকে বলে দিতে চাই, ক্ষমতা ছাড়ার পর একা বাড়িতে যেতে পারবেন না। প্রত্যেকটা শহীদের বাড়িতে গিয়ে ক্ষমা চাইতে বাধ্য করব। ’
বক্তব্যের শেষ পর্যায়ে সাকা চৌধুরীর ছেলে বলেন, ‘যাওয়ার আগে বাবার স্লোগান আপনাদের বলে যেতে চাই।
নারায়ে তকবির, নারায়ে তকবির, নারায়ে তকবির। আমরা যখন আবার এই ময়দানে আসব, সরকার গঠন করে আসব। ’
হুম্মাম যখন ‘নারায়ে তকবির’ বলে তিনবার স্লোগান দেন, তখন সমাবেশস্থলে উপস্থিতি বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ‘আল্লাহু আকবর’ বলে ধ্বনি দেন।
এ স্লোগান ব্যক্তিগত; বিএনপির নয়
হুম্মাম কাদের চৌধুরীর স্লোগানের বিষয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন বলেন, ‘’হুম্মাম ছাড়া পলোগ্রাউন্ডের মহাসমাবেশে এই স্লোগান কেউই ধরেনি। তিনি কেন এটি দিলেন তা আমার জানা নেই। তবে স্লোগান দেওয়ার আগে তিনি এটি তাঁর বাবার স্লোগান বলে জানিয়েছিলেন।’
এদিকে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, ‘বিষয়টি (নারায়ে তকবির স্লোগান) হুম্মামের ব্যক্তিগত। এর সঙ্গে বিএনপির রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটি বিএনপির স্লোগান নয়। ’
বাবার পথেই হাঁটছে ছেলে
এদিকে হুম্মাম কাদের চৌধুরীর কণ্ঠে এমন স্লোগানে সাড়া পড়েছে রাজনৈতিক প্রতিপক্ষ ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগেও। তাদের মতে, বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীর রেখে যাওয়া পথেই হাঁটছেন বিএনপির বর্তমান এই নেতা।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম বলেন, ধর্মকে ব্যবহার করেই আজীবন রাজনীতি করেছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। তাঁর ছেলেও একই পথে হাঁটছে।’
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘সাকার পরিবার এখন আস্তাকুঁড়ে নিক্ষেপিত হয়েছে। মানুষ এখন অনেক সচেতন। ধর্মকে পুঁজি করে এখন আর তাঁরা সুবিধা করতে পারবেন না।’