বিশ্বকাপ শুরুর আগে দেশের অভ্যন্তরে বড় রকম নাটকীয়তার দেখেছে বাংলাদেশ ক্রিকেটপ্রেমি দর্শকরা। এবার সাকিব দিচ্ছেন দুঃসংবাদ। ইনজুরিতে প্রস্তুতি ম্যাচ থেকে ছিটকে গেছেন অধিনায়ক সাকিব আল হাসান। গোহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচের আগের রাতে ফুটবল খেলতে গিয়ে বা পায়ে ব্যথ্যা পেয়েছেন সাকিব। এতে অনেকটাই ফুলে গেছে তার পা।
আনুষ্ঠানিকতার হিসেবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রাটা শুরু হচ্ছে আজ থেকেই। ভারতে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ আজ মাঠে নামছে শ্রীলঙ্কার বিপক্ষে। তবে তার আগেই বাংলাদেশ দলের জন্য সাকিবের চোটের খবর যেন আকাশ ভেঙে পড়ার মত অবস্থা।
খেলার আগেরদিন অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ে চোট পান সাকিব আল হাসান।
জানা যায়, এই অ্যাংকেল ইনজুরির কারণেই আজকের প্রস্তুতি ম্যাচে খেলতে পারছেন না তিনি। এমনকি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলা নিয়েও রয়েছে শঙ্কা।
এদিকে প্রস্তুতি ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশের একাদশে নেই নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও অধিনায়ক সাকিব আল হাসান।
বিশ্বকাপের মূল ম্যাচ শুরুর আগে এই ম্যাচে নিজেদের ঝালিয়ে নিতে চাইবে বাংলাদেশ। মাঠের বাইরের অনেক আলোচনা-সমালোচনাকে পিছনে ফেলে মাঠের ক্রিকেটে মনযোগ দিতে চাইবে বাংলাদেশ দল।