ক্রিকেট বিশ্বে তিনি পরিচিত ছিলেন জেন্টেলম্যান হিসেবে। ২০০৩ বিশ্বকাপের সেমিফাইনালে আম্পায়ারের সিদ্ধান্ত নটআউট হলেও সততার দৃষ্টান্ত রেখেই মাঠ ছেড়েছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। তিনবারের বিশ্বকাপ জেতা সাবেক এই অজি উইকেটরক্ষক এখন আছেন ধারাভাষ্য নিয়ে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার বিশ্লেষণ আর কণ্ঠ মন কেড়েছে অনেকের।
বিশ্বকাপে বাংলাদেশ বনাম পাকিস্তানের ‘ডু অর ডাই’ ম্যাচেও ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। যে ম্যাচে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের ভুক্তভোগী বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সাকিব আল হাসানের আউট নিয়ে শুরু হয়েছে চরম বিতর্ক। যা একপ্রকার ব্যাকফুটে ঠেলে দিয়েছিলো টাইগারদের।
সাকিব কোনভাবেইই আউট ছিলেন না বলে মনে করেন ক্রিকেট সংশ্লিষ্ট বেশিরভাগ তারকা। তাদের মধ্যে অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট অন্যতম।
ম্যাচশেষে গণমাধ্যমের মুখোমুখি হলে এই সাবেক অজি তারকা গিলক্রিস্ট বলেন, ‘সাকিবের আউট নিয়ে সন্দেহ আছে। মনে হচ্ছিল বল ব্যাটে টাচ করেছে। আম্পায়ার বিভিন্নভাবে দেখে সিদ্ধান্ত দিয়েছে। তবে আম্পায়ারের সিদ্ধান্তে তাকে খুবই হতাশ দেখা গেছে।’
বাংলাদেশ নিজেদের দিনে যে কোনো দলকে হারানোর সক্ষমতা রাখেন বলে বিশ্বাস গিলক্রিস্টের। তবে তাদের ধারাবাহিকতার অভাব রয়েছে বলেও জানান সাবেক এ অজি উইকেটকিপার ব্যাটার।
গিলক্রিস্টের মতে, ‘বাংলাদেশ তাদের দিনে বিশ্বের যে কোনো দলকে হারাতে পারে। সেই সামর্থ্য আছে। কিন্তু ধারাবাহিকতার অভাব রয়েছে। দুর্ভাগ্যও ছিল দলটার। কারণ বৃষ্টির বাধায় পড়তে হয়েছিল। ভারতের বিপক্ষে বৃষ্টি বাগড়া না বাধালে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। সব মিলিয়ে একেবারে খারাপ করেনি বাংলাদেশ।’