ছাত্রদলের ‘নিখোঁজ’ ৬ নেতার অবস্থান প্রকাশের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সাদা পোশাকে এসে পুলিশের গোয়েন্দা শাখার সদস্য হিসেবে পরিচয় দিয়ে তাদের তুলে নেওয়া হয়।
শনিবার (১৯ আগস্ট) রাতে আন্তর্জাতিক এই মানবাধিকার সংগঠন এক টুইট বার্তায় নিখোঁজদের অবস্থান প্রকাশের তাগিদ দেয়।
ঘটনা সূত্রে জানা যায়, সম্প্রতি ৬ ছাত্রদল নেতাকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করে বিএনপি। এক বিবৃতিতে দলটি জানায়, শুক্রবার সকাল ১১টায় রাজধানীর আজিমপুরস্থ বাসভবন থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসানকে পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ নেতার বিষয়ে খোঁজ নেওয়ার জন্য ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি হাসানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রিয়াদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দীন মোহাম্মদ জিসানের বাসার সামনে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তাদের তুলে নিয়ে যায়। বিএনপির ভাষ্য, এখন পর্যন্ত তাদের কোনো হদিস পাওয়া যায়নি।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের প্রধান বিরোধী দলের ছাত্র সংগঠন ছাত্রদলের ৬ নেতাকে গতকাল রাতে তুলে নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তাদের কোনো হদিস পাওয়া যায়নি। বিষয়টি জানতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গভীরভাবে উদ্বিগ্ন।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, আমরা পুলিশকে অবিলম্বে ওই ৬ ব্যক্তির অবস্থান প্রকাশের আহ্বান জানাচ্ছি। কোন আইনের ভিত্তিতে তাদের তুলে নেওয়া হয়েছে এবং আটকে রাখা হয়েছে তা স্পষ্ট করতে হবে।
মানবাধিকার সংগঠনটি আরও জানিয়েছে, অ্যামনেস্টি নিখোঁজ হওয়া ৬ জনের মধ্যে দুজনের পরিবারের সদস্য এবং তাদের আইনজীবীর সাথে কথা বলেছে। অ্যামনেস্টি জানতে পেরেছে, বেসামরিক পোশাক পরা একদল লোক নিজেদের পুলিশের গোয়েন্দা শাখার সদস্য হিসেবে পরিচয় দিয়ে গতকাল রাতে রাজধানী ঢাকার আজিমপুর এলাকা থেকে তুলে নিয়েছে।
‘নিখোঁজ’ ৬ ছাত্রদল নেতার আইনজীবী এবং পরিবারের সদস্যরা ডিবি অফিস থেকে তথ্য চাওয়া সত্ত্বেও তাদের বর্তমান অবস্থান অজানা রয়ে গেছে বলেও জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।