সাপের কামড়ে দেশের দুই জেলায় প্রাণ হারিয়েছেন দুজন। বৃহস্পতিবার ঝালকাঠির কাঠালিয়ায় এক গৃহবধূ এবং নাটোরের লালপুরে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটে।
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজলিয়ার কচুয়া গ্রামে দুপুরের দিকে সাপের ছোবলে মারা যান ডালিম বেগম (৬০)। তিনি ওই গ্রামের মৃত ইউসুফ আলী হাওলাদারের স্ত্রী।
স্থানীয়দের ভাষ্যমতে, দুপুরে বাড়ির পাশে নিজ জমিতে মুগডাল তুলছিলেন ডালিম বেগম। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড়ায়। পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা।
অন্যদিকে, একই দিন বিকেলে নাটোরের লালপুর উপজেলার অর্জনপুর গ্রামে সাপের ছোবলে মৃত্যু হয়েছে এক কৃষকের। তার নাম সাজেদুল ইসলাম (৪০)। তিনি স্থানীয় আব্দুল সাত্তার আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে নিজের জমিতে পানি দিচ্ছিলেন সাজেদুল। তখন হঠাৎ একটি সাপ তাকে কামড়ায়। ঘটনার পর তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং স্থানীয় ওঝার কাছে ঝাড়ফুঁক করা হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় বিকেল ৫টার দিকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই দুটি ঘটনাই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের পরিস্থিতিতে ওঝার চিকিৎসার চেয়ে দ্রুত হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়াই হতে পারে প্রাণ বাঁচানোর একমাত্র উপায়।