বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক উপপ্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন মারা গেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত সাড়ে নয়টায় রাজধানীর গুলশানে নিজ বাসায় প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যু হয়৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বিএনপি জানিয়েছে, শাহ মোয়াজ্জেম হোসেনের জানাজার বিষয়ে দল ও তাঁর পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শাহ মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
১৯৩৯ সালে মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন শাহ মোয়াজ্জেম হোসেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলেন। তিনি খন্দকার মোশতাক সরকারেরও মন্ত্রী হয়েছিলেন।
সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের সময় মন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবেই জারি ছিলো তার সর্বশেষ রাজনৈতিক পরিচিতি।