সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনায় বিএনপির অজ্ঞাতনামা ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া বলেন, বুধবার বেলা সোয়া ১১টার দিকে বিচারপতির বন্দুকধারী রক্ষী রফিকুল ইসলাম বাদী হয়ে পল্টন থানায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
ওসি বলেন, সাবেক বিচারপতি মানিক, তার গাড়ি চালক, বন্দুকধারী রক্ষীর ওপর হামলা ও গাড়ি ভাংচুরের অভিযোগে মামলাটি করা হয়।
তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।
মামলায় বলা হয়েছে, বুধবার বিকালে নয়াপল্টন এলাকায় বিএনপির মিছিল থেকে এ হামলা চালানো হয়।
টেলিভিশন টকশোতে যোগ দিতে গিয়ে হামলার মুখে পড়েন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত এই বিচারপতি।
ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-মতিঝিল) এনামুল হক মিঠু বলেন, বিকাল সোয়া ৪টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পাশে নয়াপল্টন এলাকা পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।
নাগরিক ফোরাম সম্প্রীতি বাংলাদেশ বুধবার এক যৌথ বিবৃতিতে সাবেক বিচারপতির ওপর হামলার নিন্দা এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে।