সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

সাবেক সেনাপ্রধান ও মুক্তিযোদ্ধা এম হারুন-অর-রশীদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

সোমবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ক্লাবের একটি আবাসিক কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ক্লাব কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে, তিনি রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

চট্টগ্রাম ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ উদ্দিন জানান, সাবেক সেনাপ্রধান ক্লাবের গেস্টহাউসে একা ছিলেন। সকাল পর্যন্ত কক্ষ থেকে তিনি বের হননি। দীর্ঘসময় সাড়া না পেয়ে ক্লাবের পক্ষ থেকে উদ্বেগ দেখা দেয়। পরে দুপুর ১২টার দিকে পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের উপস্থিতিতে কক্ষের দরজা খুলে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) একটি চিকিৎসক দল ক্লাবে এসে তার শারীরিক অবস্থা পরীক্ষা করেন। পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, চিকিৎসকরা প্রাথমিকভাবে এটিকে স্বাভাবিক মৃত্যু বলে মনে করছেন।

১৯৪৮ সালে চট্টগ্রামের হাটহাজারীতে তিনি জন্মগ্রহণ করেন। এম হারুন-অর-রশীদ পাকিস্তানের কাকুলস্থ মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণ শেষ করে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত হন।

১৯৭১ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীর চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ব্রাহ্মণবাড়িয়ায় এই রেজিমেন্টের বাঙালি সেনারা শাফায়াত জামিলের নেতৃত্বে বিদ্রোহ করেন। মুক্তিযুদ্ধের অবদানের জন্য তিনি ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত হন।

২০০০ সালের ২৪ ডিসেম্বর তিনি লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত হন। একই দিন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন। ২০০২ সালের ১৬ জুন জেনারেল হাসান মশহুদের কাছে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে তিনি অবসরে যান।

অবসরের পর তিনি কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

রাকসু নির্বাচনের ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থাপনের দাবি রাবি ছাত্রদলের

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটকেন্দ্র আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনে স্থাপনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি...

লালমাইয়ে বিয়ের আসরে বরকে আটক রেখে ১৫ লাখ টাকা জরিমানা আদায়

কুমিল্লার সদর দক্ষিণের লালমাইয়ে বিয়ের অনুষ্ঠানের সময় বরকে আটক করে নগদ টাকা সহ স্বর্ণ ও চেকের মাধ্যমে ১৫ লাখ টাকা জরিমানা আদায়ের অভিযোগ উঠেছে।...

বিজ্ঞান-প্রযুক্তির উৎকর্ষতার মাধ্যমে ঢাবি বিশ্বব্যাপী নেতৃত্ব দিবে: সাদিক

বিজ্ঞান-প্রযুক্তি ও উদ্ভাবনী উৎকর্ষতায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক...

ভারতের পানিতে শার্শা সীমান্তে বন্যা পরিস্থিতির অবনতি: প্রস্তুত আশ্রয়কেন্দ্র

টানা হালকা ও ভারী বর্ষণ এবং ইছামতী নদী দিয়ে ভারতীয় উজানের পানিতে বন্যা প্লাবিত রয়েছে যশোরের শার্শা উপজেলার সীমান্ত এলাকা। প্রতিদিন হু হু করে...

সম্পর্কিত নিউজ

রাকসু নির্বাচনের ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থাপনের দাবি রাবি ছাত্রদলের

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটকেন্দ্র আবাসিক...

লালমাইয়ে বিয়ের আসরে বরকে আটক রেখে ১৫ লাখ টাকা জরিমানা আদায়

কুমিল্লার সদর দক্ষিণের লালমাইয়ে বিয়ের অনুষ্ঠানের সময় বরকে আটক করে নগদ টাকা সহ স্বর্ণ...

বিজ্ঞান-প্রযুক্তির উৎকর্ষতার মাধ্যমে ঢাবি বিশ্বব্যাপী নেতৃত্ব দিবে: সাদিক

বিজ্ঞান-প্রযুক্তি ও উদ্ভাবনী উৎকর্ষতায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখে বলে মন্তব্য...