শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

সায়েন্স ল্যাবের বিস্ফোরণে চিকিৎসাধীন ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

১৮ জানুয়ারি, ২০২৫, ০৫:০৪ অপরাহ্ণ

রাজধানী সায়েন্স ল্যাব এলাকায় ভবন বিস্ফোরণের ঘটনায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নূর নবী (২৪) মারা গেছেন।

মঙ্গলবার(২১ মার্চ) দুপুর আড়াইটার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) আইসিইউতে মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. একেএম গোলাম রব্বানী বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। আহত হওয়ার সংবাদ পেয়ে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। তবে তাকে বাঁচানো যায়নি। তার বাবার সঙ্গে কথা বলেছি। তারা এসেছেন। পরবর্তী যা করার আমরা করব।

নূরনবী ঢাবির ইসলামিক স্টাডিজের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী। পড়ালেখা শেষে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নেই ররয়ে গেল। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়াচরে।

এ পর্যন্ত সায়েন্স ল্যাব এলাকার বিস্ফোরণে মৃত্যু দাঁড়াল ছয়জনে।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ