রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে।
নিহত ওই নারীর নাম আয়েশা আক্তার আশা (২৬)। আজ মঙ্গলবার সকাল ৮টা ৩৫ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর শরীরের ৩৮ শতাংশ পুড়ে গিয়েছিল।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইয়ুব হোসেন বলেন, আয়েশা লাইফ সাপোর্টে ছিলেন। আয়েশার চাচাতো ভাই শাহজালাল বাবুল বলেন, আয়েশা তিন মাস ধরে ফিনিক্স ইন্স্যুরেন্সের কর্মী ছিলেন। শিরিন ম্যানশনে তাদের কার্যালয় ছিল। সেখানে বিস্ফোরণের ঘটনায় তিনি দগ্ধ হন।
আয়েশার গ্রামের বাড়ি চাঁদপুরে। পরিবারের সঙ্গে তিনি রাজধানীর জিগাতলায় থাকতেন।
৫ মার্চ রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় তিনতলা ভবন শিরিন ম্যানশনের তৃতীয় তলায় বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যু হয়। আহত হন অন্তত ১৫ জন।
পুলিশ বলছে, ভবনটির তিনতলায় তিতাস গ্যাস-সংযোগের পাইপ পাওয়া গেছে। সেই সংযোগের লিকেজ থেকে গ্যাস জমে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে কি না, সেটা তদন্ত করে দেখা হচ্ছে।
সায়েন্স ল্যাবরেটরির ঘটনার দুই দিন পর পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকার একটি সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে ২৪ জনের মৃত্যু হয়।