সার্বিয়ার ম্লাদেনোভাক শহরে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১৩ জন। গতকাল বৃহস্পতিবার (০৪ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এমন তথ্য নিশ্চিত করে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে ওই বন্দুকধারী একটি চলন্ত গাড়ি থেকে পথচারীদের উপর গুলি চালায়। এ সময় সে স্বয়ংক্রিয় একটি অস্ত্র ব্যবহার করে।
সূত্র আরো জানায়, আহতদের উদ্ধার কাজে পুলিশের বিশেষ ফোর্স ও হেলিকপ্টার ইউনিটগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।
আরটিএসের প্রতিবেদনে বলা হয়েছে, ওই বন্দুকধারী হামলার পর পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে পুলিশ কাজ করছে।
সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাতিস্লাভ গ্যাসিক এ ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছেন।
উল্লেখ্য, গত ৩ মে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে একটি স্কুলে বন্দুক হামলা চালায় এক বন্দুকধারী কিশোর। তাতে ৮ শিক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়। এছাড়া আরও ছয় শিক্ষার্থী ও এক শিক্ষক আহত হয়। এ ঘটনায় ১৪ বছর বয়সী এক ছাত্রকে আটক করেছে পুলিশ।