বলিউডের ভাইজান খ্যাত তারকা সালমান খানকে গত সোমবার প্রাণনাশের হুমকি দিয়েছিলেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। পুলিশ এই অজ্ঞাতনামা ব্যক্তিটিকে গ্রেপ্তার করেছে বলে খবরে উঠে এসেছে। তবে , পরিবারের দাবি ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন।
১৪ এপ্রিল মুম্বাইয়ের ওরলিতে পরিবহন বিভাগের দপ্তরে হোয়াটসঅ্যাপ নম্বরে সালমান খানের উদ্দেশে একটি হুমকির বার্তা পাঠানো হয়েছিল। এই বার্তায় বলা হয়েছিল যে সালমান খানের বাড়ির ভেতরে গিয়ে তাঁকে হত্যা করবে, আর অভিনেতার গাড়ি বোমা মেরে উড়িয়ে দেবে। গুজরাটের বরোদার কাছে এক গ্রাম থেকে সালমানকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
হুমকিদাতা ব্যক্তির আনুমানিক বয়স ২৬ বছর। তবে অজ্ঞাত ব্যক্তিটির নাম এখনো প্রকাশ্যে আসেনি। ২৬ বছরের তরুণ বরোদার কাছের গ্রামের বাসিন্দা। প্রথমে পুলিশ সমন পাঠিয়ে দুই থেকে তিন দিনের মধ্যে তাঁকে হাজির থাকার জন্য আদেশ পাঠিয়েছিল। কিন্তু এই মামলার গুরুত্ব বুঝে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। পুলিশি তদন্তে উঠে এসেছে যে হুমকির বার্তা পাঠানো ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন।
পরিবারের দাবি যে তরুণের এখন চিকিৎসা চলছে। তরুণের পরিবারের দাবি যে কতটা সত্য, এর তদন্ত করছে পুলিশ।
এর আগে, ২০২৪ সালের ১৪ এপ্রিল বান্দ্রায় সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে মোটরবাইকে সওয়ারি হয়ে দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি চার রাউন্ড গুলিবর্ষণ করেছিলেন। এই হামলার সময় বাড়িতে ছিলেন সালমান খান।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে এ হামলার ঘটনা দেখা গিয়েছিল। তার পর থেকে সালমানের বাসার বাইরে সুরক্ষাব্যবস্থা আরও জোরদার করা হয়। তাঁর আবাসনের বারান্দা বুলেটপ্রুফ করা হয়।