30 C
Dhaka
Friday, September 20, 2024

সিজিপিএ-৪ পেয়ে স্বর্ণপদক পেলেন দারুননাজাতের যোবায়ের

ডেস্ক রিপোর্ট:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনে স্বর্ণপদক পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ যোবায়ের। মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষায় সিজিপিএ-৪ এর মধ্যে ৪ পেয়েছিলেন তিনি।

এর আগে ঢাবির ৫০তম সমাবর্তনেও পদক পেয়েছিলেন যোবায়ের। স্নাতক পরীক্ষায় সিজিপিএ-৪ এর মধ্যে ৩ দশমিক ৯৬ পেয়েছিলেন তিনি। বর্তমানে তিনি রাজধানীর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে শিক্ষকতা করছেন।

আব্দুল্লাহ যোবায়ের রাজধানীর দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা থেকে ২০০৯ সালে দাখিল পাস করেন। একই মাদরাসা থেকে ২০১১ সালে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হন।

জানা গেছে, ২০০৬ সালে আব্দুল্লাহ যোবায়ের বাবা অধ্যাপক ড. এ বি এম ছিদ্দিকুর রহমান মারা যান। এরপর তার মা নাফিসা সুলতানা পরিবারের হাল ধরেন। মায়ের অক্লান্ত পরিশ্রমের কারণেই আজ তিনি সফল। 

আব্দুল্লাহ যোবায়ের বলেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। তবে যে মানুষটির জন্য পৃথিবীর আলো দেখতে পেরেছি তিনি বেঁচে থাকলে হয়তো খুশির মাত্রাটা আরও বৃদ্ধি পেত।

তিনি বলেন, শিক্ষকতা পেশার সাথেই থাকতে চাই। এছাড়া গবেষণা মূলক কার্যক্রম করার ইচ্ছা আছে। আমি লেখালেখির সাথে যুক্ত রয়েছে। বর্তমানে আমার লেখা বই ঢাবির সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে। আমার প্রকাশিত অনুবাদ বইয়ের সংখ্যা ১০টি। এছাড়া গবেষণামূলক প্রবন্ধ রয়েছে ৫ টি।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...