শিবলী রহমান শিপু, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে একই পরিবারের তিন জনকে কুপিয়ে ও গলা কেটে হত্যার মূল আসামি রাজীব কুমার ভৌমিক (৩৫)কে ২৪ ঘন্টারও কম সময়ে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ জেলা পুলিশ।
বুধবার (৩১ জানুয়ারী) বিকেল সাড়ে তিনটায় জেলা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল।
পুলিশ সুপার বলেন, আসামি রাজীব কুমার ভৌমিক ও নিহত বিকাশ চন্দ্র সরকার সম্পর্কে মামা ভাগ্নে। তাদের যৌথভাবে খাদ্যশস্য কেনাবেচার ব্যাবসা ছিলো। ২০২১ সালে ব্যাবসার পুঁজি হিসেবে বিকাশ চন্দ্র তার ভাগ্নে রাজিবকে ২০ লক্ষ্য টাকা প্রদান করেন। এর লভ্যাংশ হিসেবে ধাপে ধাপে রাজিব ২৬ লক্ষ্য টাকা পরিশোধ করেন। কিন্তু মামা বিকাশ আরও ৩৫ লক্ষ্য টাকা দাবী করেন এবং রাজিবকে ফোনে বকাবকি করেন। এরই জের ধরে রাজিব তার মামাকে হত্যার পরিকল্পনা করে।
এরই ধারাবাহিকতায় গত ২৭ জানুয়ারী বিকাল ৪ টায় হত্যার উদ্দেশ্যে রাজিব তার মামার বাসায় জান এবং সুযোগ বুঝে প্রথমে বিকাশের মেয়ে পারমিতা সরকার তুষি (১৫)কে রড দিয়ে আঘাত করে, তারপর মামী স্বর্ণা রানী সরকার (৪০)কে এবং সবশেষে মামা বিকাশ চন্দ্র সরকার (৪৫)কে রডের আঘাতে হত্যা করেন। এরপর ঘাস কাটার কাচি দিয়ে জবাই করে হত্যা নিশ্চিত করেন।
উল্লেখ্য গত ৩০ জানুয়ারী তাড়াশ পৌর শহরের বারোয়ারী বটতলা এলাকার একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে একই পরিবারের ৩ জনের গলাকাটা লাশ উদ্ধার করেন তাড়াশ থানা পুলিশ।