শিবলী রহমান শিপু, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচিতে ডাকাতি ও হত্যার পরিকল্পনাকালীন ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে এবং ডাকাতির প্রস্তুতিতে ব্যবহৃত ২টি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে সিরাজগঞ্জ জেলা পুলিশ।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল।
পুলিশ সুপার জানান, গতকাল (১৭ অক্টোবর) অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলমের নেতৃত্বে গোয়েন্দা শাখার একটি দল সিরাজগঞ্জ সদর ও বেলকুচি থানা এলাকায় মাদক বিরোধী ও চোরাচালানে বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এসময় বেলকুচি থানাধীন চর সমেশপুরের একটি রেস্টুরেন্ট অতিক্রম করার সময় ৬ থেকে ৭ জন যুবক পালানোর চেষ্টা করলে তাদের মধ্যে থেকে ৩ জনকে ধাওয়া করে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায় আগ্নেয়াস্ত্র দিয়ে ৩ (তিন) লাখ টাকার বিনিময়ে পূর্ব-পরিকল্পানা অনুযায়ী এক জনকে হত্যার চুক্তি নিয়েছিল এবং একটি বিকাশের দোকানে ডাকাতি করার জন্য একত্রিত হয়েছিল।
আটককৃত ডাকাতরা হলেন, ডাকাত সর্দার মোঃ মন্তাজ আলী প্রাং (২৮), মোঃ আলী হাসান (২৭) ও মোঃ লিখন (২২)।
পুলিশ সুপার আরও জানান, জিজ্ঞাসাবাদে তারা আগ্নেয়াস্ত্র গোপন স্থানে লুকিয়ে রাখার কথা শিকার করে এবং তাদের কথামতো বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে ২টি আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়।
পালিয়ে যাওয়া ডাকাতদের দ্রুত আইনের আওতায় আনা ও গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে সার্বিক আইনানুগ প্রস্তুতি শেষে আদালতে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।