শিবলী রহমান শিপু, সিরাজগঞ্জ
রোববার (২৮ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে আনুমানিক রাত সাড়ে ৪টায় সিরাজগঞ্জ থানাধীন কড্ডার মোড় এলাকা থেকে প্রাইভেট কারে মাদক পাচারকালে ১ কেজি ৩৫০ গ্রাম সিরোইনসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রাজশাহী থেকে মাদকের একটি বড় চালান সিরাজগঞ্জের উপর দিয়ে বঙ্গবন্ধু সেতু পার হয়ে ঢাকা প্রবেশ করবে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একটি আভিযানিক দল রাত ৩ টায় রাজশাহী টু ঢাকা মহাসড়ক কড্ডার মোড়ে চেক পোস্ট বসিয়ে অভিযান শুরু করে।
আনুমানিক রাত ৪টার দিকে কড্ডার মোড়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি ঢাকাগামী প্রাইভেট কার পুলিশের তল্লাসী এড়ানোর জন্য সিরাজগঞ্জ শহর অভিমুখে ঢুকে পড়ে। ওই প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক হওয়ায় কারটিকে ব্যারিকেড দিয়ে থামানো হয়।
গাড়ির চালক অহিদ আলী নবীনকে (৩২) জিজ্ঞাসাবাদ ও প্রাইভেট কার তল্লাসী করে ১৩টি প্যাকেটে মোট ১ কেজি ৩৫০ গ্রাম হিরোইন ও ১ লিটার বিদেশী মদ উদ্ধার করা হয় ও ব্যবহারকৃত প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো-গ ২২-৩৪৩৭) জব্দ করা হয়।
উদ্ধারকৃত হিরোইনের আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত অহিদ আলী নবীনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকায়। প্রায় সাত বছর থেকে সে মাদক পাচারের সাথে জড়িত। তার নামে ডিএমপি, ঢাকা, কুমিল্লা, টাঙ্গাইল ও রাজশাহী জেলার বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে।
অভিযানে জব্দকৃত প্রাইভেট কারের মালিক অহিদ আলী নবীন নিজেই। প্রাইভেট কারের বিভিন্ন জায়গায় অভিনব কায়দায় লুকিয়ে গোপনে রাজশাহী থেকে মাসে দুই থেকে তিন বার বিপুল পরিমাণ হিরোইন পাচার করে ঢাকার বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছে।
সিরাজগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।