রবিবার, ২০ জুলাই, ২০২৫

সিরিয়ার নতুন প্রেসিডেন্টকেও ভরসা নেই: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
-বিজ্ঞাপণ-spot_img

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ অনাস্থা প্রকাশ করেছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমাদ আল-শারার ওপর।

যুক্তরাষ্ট্র সফরের সময় ওয়াশিংটনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, শারার মতো নেতার ওপর কোনোভাবেই বিশ্বাস রাখা যায় না।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের মতে, এই নতুন প্রেসিডেন্ট জিহাদিবাদী গোষ্ঠীগুলোর মাধ্যমে সিরিয়ার সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছেন এবং ভবিষ্যতে এই গোষ্ঠীগুলোকে ইসরায়েলের বিরুদ্ধেও ব্যবহার করা হতে পারে।

শনিবার (১৯ জুলাই) মার্কিন সিনেটর টেড ক্রুজের সঙ্গে এক বৈঠকে কাটজ বলেন, ‘আমি হাফেজ আল-আসাদকে বিশ্বাস করিনি, তার ছেলে বাশার আল-আসাদকেও না। এখন শারাকে তো আরও নয়। তিনি সিরিয়ার ড্রুজ সম্প্রদায়সহ সংখ্যালঘুদের ওপর আক্রমণের জন্য জিহাদিগোষ্ঠী ব্যবহার করছেন এবং ভবিষ্যতে এই গোষ্ঠীগুলো গোলান মালভূমির ইসরায়েলি বসতিগুলোর ওপর হামলা চালাতে পারে।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য প্রকাশ করেছে।

ইসরায়েল কাৎজ বলেন, আমরা শুধু ঈশ্বর এবং আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী)-এর ওপরই ভরসা করি। কারণ, তারাই আমাদের রাষ্ট্রকে সুরক্ষা দেয়।

প্রসঙ্গত, ৬১ বছর ধরে সিরিয়ার ক্ষমতায় থাকা বাথ পার্টির শাসন গত ডিসেম্বরে শেষ হয়। এর পর গঠিত হয় নতুন প্রশাসন, যার নেতৃত্বে আছেন আহমাদ আল-শারা। তবে আন্তর্জাতিক মহলে তাকে নিয়েও শঙ্কা ও সন্দেহ থেকেই যাচ্ছে।

এই পরিস্থিতির মধ্যেই সিরিয়ার প্রেসিডেন্সি শনিবার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুয়েইদায় তাৎক্ষণিক ও পূর্ণ যুদ্ধবিরতির ঘোষণা দেয়। উল্লেখ্য, গত ১৩ জুলাই থেকে ওই অঞ্চলে বেদুইন আরব ও সশস্ত্র ড্রুজ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা দ্রুত সহিংস রূপ নেয়।

এমন উত্তেজনাকর পরিস্থিতিতে ইসরায়েল দামেস্কসহ বেশ কিছু সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। হামলার ব্যাখ্যায় তারা জানায়, ড্রুজ সম্প্রদায়কে রক্ষার উদ্দেশ্যেই এই অভিযান চালানো হয়েছে। তবে সিরিয়ার অধিকাংশ ড্রুজ নেতা এ ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করেছেন। তারা নিজেদের রাষ্ট্রের একীকৃত কাঠামোর পক্ষে অবস্থান নিয়েছেন।

১৯৬৭ সাল থেকে ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমি অবৈধভাবে দখল করে রেখেছে। এই অঞ্চল ঘিরে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

নির্বাচন ঘিরে পুলিশকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে পুলিশকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।রোববার (২০ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের...

৪টি হত্যা মামলা করল পুলিশ, আসামি ৫,৪০০

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচি ঘিরে হামলা-সংঘর্ষে মৃত্যুর ঘটনায় পুলিশ চারটি হত্যা মামলা করেছে। গতকাল শনিবার রাতে সদর থানার চারজন উপপরিদর্শক...

যুক্তরাজ্যে গোপনে সম্পদ বিক্রি করছেন হাসিনার ঘনিষ্ঠরা

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা যুক্তরাজ্যে তাদের মালিকানাধীন সম্পত্তি লেনদেন করেছেন বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশে ওই ব্যক্তিদের বিরুদ্ধে যখন...

“রাজাকাররা দেশ চালাইবো, আর আমরা মানবো, অসম্ভব!”

‘জামায়াতে ইসলামী কেয়ামত পর্যন্তও বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না’—বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।বিএনপির এই নেতা বলেন, ‘আর জামায়াতের...

সম্পর্কিত নিউজ

নির্বাচন ঘিরে পুলিশকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে পুলিশকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল...

৪টি হত্যা মামলা করল পুলিশ, আসামি ৫,৪০০

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচি ঘিরে হামলা-সংঘর্ষে মৃত্যুর ঘটনায় পুলিশ চারটি...

যুক্তরাজ্যে গোপনে সম্পদ বিক্রি করছেন হাসিনার ঘনিষ্ঠরা

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা যুক্তরাজ্যে তাদের মালিকানাধীন সম্পত্তি লেনদেন...