27 C
Dhaka
Tuesday, September 17, 2024

সিলেটে বন্যা: ৩৭ হাজার মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে

ডেস্ক রিপোর্ট:

বন্যা কবলিত সিলেটে ৩৭ হাজারের বেশি মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

সিলেট জেলা প্রশাসন সূত্র অনুযায়ী, সিলেট জেলায় এখন ৪৩৯টি আশ্রয়কেন্দ্র রয়েছে যেখানে এখনো ৩৭ হাজার ১৭৬ জন মানুষ অবস্থান করছেন।

বৃহস্পতিবার সূত্র জানায়, সিলেটে সাম্প্রতিক বন্যায় প্রায় ৩০ লাখ মানুষ গৃহহীন হয়েছে এবং ৪০ হাজার ৯১টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাঁচ পৌরসভাসহ জেলার ১৩টি উপজেলার সব ক’টি প্লাবিত হয়েছে।

বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন।

সূত্র জানায়, জেলায় বন্যার্ত মানুষের মধ্যে নগদ এক কোটি ৯২ লাখ টাকা, এক হাজার ৬১২ মেট্রিক টন চাল ও ১৯ হাজার ৯১৮ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, শুক্রবার দুপুর ১২টায় কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি ১০ সেন্টিমিটার এবং সিলেট পয়েন্টে ৪ সেন্টিমিটার কমেছে। তবে কুশিয়ারা নদীর পানি স্থিতিশীল রয়েছে।

এদিকে শুক্রবারও সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। তবে এই হালকা বৃষ্টির কারণে এসব নদীতে পানি বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী একেএম নিলয় পাশা।

এছাড়া আরও তিনদিন এই অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...