শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

সিলেটে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পেটাল নিষিদ্ধ ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে সিলেট নগরীতে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ধরে পিটিয়েছেন নগরের মাছিমপুর এলাকার স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (১১ এপ্রিল) রাত ১০টার দিকে নগরীর মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রাতে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. রেজাউল করিম। তিনি বলেন, শুক্রবার বিকেলে ক্রিকেট খেলা শেষে কোল্ড ড্রিংস খাওয়ার সময় মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ গুরুতর আহত হন। পরে আজিজের অনুসারীরা অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে মাছিমপুর এলাকায় গিয়ে সাবেক নারী কাউন্সিলরের বাসায় হামলা চালায়। পরে স্থানীয়রা একত্রিত হয়ে তাদের প্রতিহত করতে গেলে তারা মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ৩১টি মোটরসাইকেল ভাঙচুর করে।

স্থানীয়রা জানান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজের সঙ্গে নগরীর গার্ডেন টাওয়ার এলাকায় বসা নিয়ে মাছিমপুর এলাকার দিপু নামে এক ব্যক্তির সংঘর্ষ হয়। দিপু নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল বলে জানা যায় এবং এলাকায় বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত। হামলায় আজিজ ও যুবদল কর্মী রুম্মান খান মুন্না আহত হন। আহত আজিজ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীর অনুসারী বলে জানা গেছে।

তারা জানান, খবর পেয়ে আজিজের অনুসারী ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে মাছিমপুর এলাকায় দিপুর বাসায় যান। এ সময় এলাকাবাসী একত্রিত হয়ে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করে। এতে নেতাকর্মীরা দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। তখন এলাকাবাসী বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল ভাঙচুর করেন। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সিসিকের সংরক্ষিত নারী আসনের সাবেক কাউন্সিলর শারমিন আকতার রুমির দাবি, বিএনপি অনুসারী একদল যুবক তার বাসায় অতর্কিত হামলা চালায় এবং তার ঘরে থাকা নগদ অর্থ ও নারীদের শরীরে থাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তিনি জানান, প্রায় ৫০ লাখ টাকা পরিমাণে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে। এ সময় ঘরে কোনো পুরুষ সদস্য না থাকার কথাও জানান তিনি।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা আজিজের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে ও মোটরসাইকেল ভাঙচুর হয়েছে, এটা সিলেটের রাজনীতির জন্য মোটেও শোভনীয় নয়। যারা এ কাজ করেছে তারা জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মামলার আসামি। ছাত্রলীগ নেতা দিপু ও মন্জুসহ কয়েকজন মামলার আসামি থাকা সত্ত্বেও প্রশাসন আইনের আওতায় নিয়ে আসতে না পারায় এ ধরনের ঘটনা ঘটেছে। তারা এলাকায় বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে এ ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনকে অনুরোধ জানান তিনি।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

রক্তাক্ত ১৮ জুলাই, বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতিরোধের এক উত্তাল দিন

১৮ জুলাই, ২০২৪। আন্দোলনে উত্তাল পুরো দেশ। পুলিশ ও ছাত্রলীগ অনবরত হামলা চালায় শিক্ষার্থীদের ওপর। বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে ক্যাম্পাসে গড়ে ওঠে ইস্পাতকঠিন প্রতিরোধ।এইদিন এক ভিন্ন...

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ৪৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে ও সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ সহিংসতার ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে শুক্রবার (১৮ জুলাই) সকাল পর্যন্ত মোট ৪৫ জনকে আটক...

ফেরিঘাটের ইজারা নিয়ে ছাত্রদল-যুবদলের দ্বন্দ্বে বন্ধ ফেরী চলাচল, যান চলাচলে দুর্ভোগ

শরীয়তপুরে ঘাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব-সংঘাতে জড়িয়েছে বিএনপির দুটি পক্ষ। জেলার ভেদরগঞ্জে-নরসিংহপুর ঘাটের ইজারা নিয়ে চলমান দ্বন্দ্বের জেরে বন্ধ রয়েছে ফেরি চলাচল।শুক্রবার (১৮ জুলাই) সকাল...

নারায়ণগঞ্জে এনসিপির আগমনে নির্মিত গেইটে আগুন

সারাদেশের ধারবাহিকভাবে জুলাই পদযাত্রা করে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)। এ পদযাত্রার অংশ হিসেবে এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমনকে ঘিরে নারায়ণগঞ্জে নির্মিত একটি তোরণে আগুন দিয়েছে...

সম্পর্কিত নিউজ

রক্তাক্ত ১৮ জুলাই, বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতিরোধের এক উত্তাল দিন

১৮ জুলাই, ২০২৪। আন্দোলনে উত্তাল পুরো দেশ। পুলিশ ও ছাত্রলীগ অনবরত হামলা চালায় শিক্ষার্থীদের...

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ৪৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে ও সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ সহিংসতার ঘটনায় যৌথ বাহিনীর...

ফেরিঘাটের ইজারা নিয়ে ছাত্রদল-যুবদলের দ্বন্দ্বে বন্ধ ফেরী চলাচল, যান চলাচলে দুর্ভোগ

শরীয়তপুরে ঘাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব-সংঘাতে জড়িয়েছে বিএনপির দুটি পক্ষ। জেলার ভেদরগঞ্জে-নরসিংহপুর ঘাটের ইজারা নিয়ে...