মৌলভীবাজারে কুলাউড়া সীমান্তবর্তী এলাকায় এক বাংলাদেশি যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ভারতীয়রা। এ ঘটনায় বাংলাদেশের পক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি।
রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার সীমান্তবর্তী কর্মধা ইউনিয়নের দশটেকি (নতুন বস্তি) এওলাছড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। এ নিয়ে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি গোলাম আপছার বলেন, নিহতের নাম আহাদ আলী। লাশ মর্গে আছে। হত্যাকারী ভারতীয় নাগরিক, মামলার প্রস্তুতি চলছে।
ঘটনা সূত্রে জানা যায়, রবিবার দুপুরে জায়গা সংক্রান্ত বিষয়ে ভারতীয় কয়েকজনের সঙ্গে বাগবিতণ্ডা হয় বাংলাদেশি বাসিন্দা আহাদ আলীর। এক পর্যায়ে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা রেখার পাঁচ গজ ভেতরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে আহাদ আলীকে।
এ সময় রক্তাক্ত অবস্থায় আহাদ আলী উদ্ধার করেন স্থানীয়রা। পরে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানেই মারা যান।
সীমান্তবর্তী এলাকা শিকড়িয়া গ্রামের ইউপি সদস্য শাহীন আহমদ জানান, ভারতীয় নাগরিক হায়দার আলীর সঙ্গে নিহত আহাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। তবে জায়গা নিয়ে কোন ধরনের সমস্যা রয়েছে তাদের তা স্পষ্ট নয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ১০৮৩ এর ৩৪ এস এর পাঁচ গজ বাংলাদেশের ভেতরে এ ঘটনা ঘটে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশের পক্ষে বিএসএফের কাছে কড়া প্রতিবাদ করেছে বিজিবি।