কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে রবিন সরকার (২২) নামে এক বাংলাদেশি যুবককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা আটক করেছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ধর্মপুর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৭-এর কাছে ভারতের অভ্যন্তরে তাকে আটক করা হয়।
আটক যুবক রবিন সরকারের পরিচয় জানা যায়, তিনি উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা গ্রামের আব্দুল হাই ওরফে মন্টুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৮-এর কাছ দিয়ে ভারতের অভ্যন্তরে গরু নিতে যায় কয়েকজন চোরাকারবারি। পরে শনিবার রাত ৯টার দিকে গরু নিয়ে ফেরার জন্য দাঁতভাঙ্গার ধর্মপুর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৭-এর কাছে যায় রবিন সরকার।
সীমান্তবর্তী ভারতের কুকুরমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা এ অবস্থায় তাকে আটক করে নিয়ে যায়।
এ বিষয়ে বিজিবির দাঁতভাঙ্গা অঞ্চলের কোম্পানি কমান্ডার সুবেদার খালেকুর রহমান বলেন, লোকজনের মাধ্যমে জানতে পেরেছি ভারতের অভ্যন্তরে বিএসফের হাতে এক বাংলাদেশি যুবক আটক হয়েছে। এখন পর্যন্ত বিএসএফ সদস্যরা কোনো চিঠি ও মৌখিকভাবে জানায়নি। জানালে ব্যবস্থা নেওয়া হবে।