বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে নতুন করে সংকট দেখা দিয়েছে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত সরকার অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের কাটাঁতার বিহীন এলাকায় সম্প্রতি কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করেছে। তবে বেড়া দেওয়ার ক্ষেত্রে ভারত অবৈধভাবে সীমানা বাড়িয়ে বাংলাদেশ অংশে স্থাপনা করতে চাইলে বাধা দেয় বিজিবি।এ সময় বিজিবির সহায়তায় নেমে আসে স্থানীয় মুসলিমরা।
সোশ্যাল মিডিয়ায় এরইমধ্যে প্রতিবাদের একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে বিজিবির স্থানীয় জনতাকে ক্ষুব্ধ অবস্থায় দেখা যায়। স্থানীয়রা এ সময় বিএসএফ সদস্যদের প্রশ্ন করেন– ‘গুল্লি কিউ কিয়া’ (গুলি কেন চালিয়েছেন)। ‘তু বাংলাদেশ কা আন্দার মে কিউ আয়া’ – তুমি বাংলাদেশের ভেতরে কেন এসেছো। উত্তেজিত জনতা তখন বিএসএফ সদস্যদের থেকে অস্ত্র ছিনিয়ে নিতে চাইলে উপস্থিত বিজিবি সদস্য তাদের শান্ত করেন।
গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেটের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। তবে পরবর্তীতে বিএসএফের আরও কিছু সদস্য নেমে আসলে তখন সাধারণ জনতাকে শান্ত করে বাংলাদেশের অভ্যন্তরে শান্ত থাকার অনুরোধ করেন বিজিবি সদস্য। সবশেষ খবরে জানা যায়, সীমান্ত পরিস্থিতি এ মুহূর্তে শান্ত রয়েছে৷