সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫

সুইডেনে অনুমতি পেয়েও পবিত্র তাওরাত ও বাইবেল পোড়ায়নি মুসলিম যুবক

-বিজ্ঞাপণ-spot_img
- বিজ্ঞাপণ-

সুইডেনের ইসরাইলি দূতাবাসের সামনে তাওরাত ও বাইবেল পোড়ানোর কথা ঘোষণাকারী ব্যক্তি তার পরিকল্পনা ত্যাগ করে জানিয়েছেন, পবিত্র গ্রন্থগুলোর অবমাননার প্রতিবাদ জানাতে তিনি ওই ঘোষণা দিয়েছিলেন। তিনি তাওরাত ও বাইবেল পোড়ানোর জন্য সুইডিশ কর্তৃপক্ষের কাছ থেকেও অনুমতি পেয়েছিলেন। কিন্তু তা না করেই বরং মুগ্ধতা সৃষ্টি করেছেন।

পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদস্বরূপ শুক্রবার (১৪ জুলাই) সুইডেন পুলিশের কাছে ইহুদিদের পবিত্র গ্রন্থ তাওরাত ও খ্রিষ্টান ধর্মের পবিত্র গ্রন্থ বাইবেল পোড়ানোর অনুমতি চান আহমাদ আলুশ (৩২) নামের এক ব্যক্তি। সুইডিশ পুলিশ ওই আবেদনকারীকেও ধর্মগ্রন্থ দুটি পোড়ানোর অনুমতি দেয়।

শনিবার (১৫ জুলাই) সুইডেনের রাজধানী স্টকহোমে অবস্থিত ইসরাইলি দূতাবাসের সামনে আলুশের তাওরাত ও বাইবেল পোড়ানোর কথা থাকলেও তার পরিবর্তে একটি কোরআন হাতে নিয়ে ইসরাইলের দূতাবাসের সামনে গিয়ে হাজির হন তিনি। তারপর তার ব্যাগ থেকে লাইটারটি বের করে মাটিতে ফেলে দিয়ে তিনি বলেন যে পবিত্র গ্রন্থগুলো পোড়ানোর কোনো পরিকল্পনা তার কখনোই ছিল না।

আলুশ বলেন, আমি কখনোই কোনো ধর্মগ্রন্থ পোড়াবো না। ইসলাম আমাকে এ শিক্ষা দেয় না। আর সত্যি বলতে, তাওরাত ও বাইবেল পোড়ানোর কেনো ইচ্ছাই আমার ছিল না। আমি শুধু আমার ধর্মের পবিত্র গ্রন্থ কোরআন পোড়ানোর প্রতিবাদস্বরূপ এ কর্মসূচির ডাক দিয়েছি।

তাওরাত ও বাইবেল পোড়ানোর অনুমতি চেয়ে পুলিশের কাছে করা আবেদনে উল্লেখ করা হয়, কোরআন পোড়ানোর প্রতিবাদেই শনিবার বিক্ষোভ কর্মসূচিতে তাওরাত ও বাইবেল পোড়ানো হবে। বিষয়টিকে আবেদনকারী তার মতপ্রকাশের স্বাধীনতা হিসেবে দাবি করেন।

ইসলামের পবিত্র গ্রন্থ কুরআন পোড়ানোর নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘আপনি ইসলামের সমালোচনা করতে পারেন। সেটা ঠিক আছে।’ কিন্তু কোরআন পোড়ানো মানে ‘মতপ্রকাশের স্বাধীনতা নয়।’
তিনি বলেন, ‘আমি মুসলিম, আমি কখনো [ধর্মীয় গ্রন্থ] পোড়াব না।’

শুক্রবার, তাওরাত ও বাইবেল পোড়ানোর অনুমতি দেওয়ায় ইসরাইলসহ বিভিন্ন ইহুদি সংগঠন নিন্দা জানানোর পাশাপাশি তীব্র ক্ষোভও প্রকাশ করেছিল। ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু টুইটারে লেখেন, ইহুদি জনগণের পবিত্র গ্রন্থের অবমাননার অনুমতি দেওয়ার এ সিদ্ধন্তকে অত্যন্ত গুরুতরভাবে নিয়েছে ইসরাইল।

কর্মসূচিটির অনুমতি দেওয়ায় ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এক বিবৃতিতে বলেন, আমি পবিত্র কোরআন পোড়ানোর নিন্দা জানিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো, এখন ইহুদিদের চিরন্তন গ্রন্থের জন্যও একই পরিণতি অপেক্ষা করছে। আমি নিঃসংকোচে সুইডেনে পবিত্র গ্রন্থ পোড়ানোর এমন অনুমতি দেওয়ার নিন্দা জানাই।

- Advertisement -

অন্যদিকে, ওয়ার্ল্ড জায়োনিস্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান ইয়াকভ হ্যাগোয়েল এক বিবৃতিতে বলেন, এটি মতপ্রকাশের স্বাধীনতা নয়, বরং ইহুদি বিদ্বেষ। ইউরোপীয় ইহুদি কংগ্রেসও এর নিন্দা জানিয়ে বলে, কোনো সভ্য সমাজে উসকানিমূলক, বর্ণবাদী, ইহুদি বিদ্বেষী কাজের স্থান থাকতে পারে না।

গত ২৮ জুন সুইডেনের রাজধানী স্টকহোমের একটি মসজিদের সামনে সালওয়ান মোমিকা নামে এক ইরাকি অভিবাসী পবিত্র কোরআনের একটি কপি পুড়িয়ে দেন। সেসময় সুইডেন পুলিশ ওই ব্যক্তিকে নিরাপত্তা দেয়। সুইডেনের একটি আদালত সালওয়ানকে পবিত্র কোরআন পোড়ানোর অনুমতি দেয়।

পবিত্র ঈদুল আজহার দিন এমন ঘটনা ঘটায় ক্ষোভে ফেটে পড়ে বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা। বিশ্বব্যাপী সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। ইসলামি প্রজাতন্ত্র ইরান এ ঘটনার প্রতিবাদে তেহরানে নিযুক্ত সুইডিশ চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে। এছাড়া নিন্দা ও প্রতিবাদ চলছে পুরো আরব বিশ্বসহ অন্য মুসলিম দেশগুলোতে।

শেয়ার করুন
- Advertisement -

সর্বশেষ নিউজ

রাবিতে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক

একাডেমিক পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার এক নেতা। রোববার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) মাস্টার্স...

ইবি মানে নির্দিষ্ট সম্প্রদায়ের সেটা অসত্য প্রমাণ করে পূজা উৎসব: ইবি ভিসি

ইবি প্রতিনিধিইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ইসলামী বিশ্ববিদ্যালয় নাম শুনলে অনেকের মনে হয় এটি যেন কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের...

ইউএসএআইডি অপরাধী সংগঠন, এটা থাকা উচিত না: ইলন মাস্ক

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহচর ইলন মাস্ক আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম...

কমিটিতে বিএনপি নেতার ছেলের নাম না দেয়ায় প্রধান শিক্ষককে মারধর

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর করেছে স্থানীয় বিএনপি নেতা মো. রেজাউল হক। ঘটনা ঘটে ২ ফেব্রুয়ারি, রোববার, বেলা ১১টার দিকে...

সম্পর্কিত নিউজ

রাবিতে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক

একাডেমিক পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার এক...

ইবি মানে নির্দিষ্ট সম্প্রদায়ের সেটা অসত্য প্রমাণ করে পূজা উৎসব: ইবি ভিসি

ইবি প্রতিনিধিইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ইসলামী বিশ্ববিদ্যালয় নাম...

ইউএসএআইডি অপরাধী সংগঠন, এটা থাকা উচিত না: ইলন মাস্ক

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহচর ইলন মাস্ক আন্তর্জাতিক...