সুনামগঞ্জের ধর্মপাশায় আওয়ামী লীগের একাংশ ও উপজেলা যুবলীগের একাংশ একই স্থানে একই সময়ে পৃথক কর্মসূচি আহ্বান করায় সংঘর্ষের আশঙ্কা থেকে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার(৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বাদশাগঞ্জ বাজার ও ধর্মপাশাবাজারে মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়।
স্থানীয়রা জানিয়েছে, ধর্মপাশা উপজেলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ ভিন্ন ভিন্ন ভাগে বিভক্ত। উপজেলার বাদশাগঞ্জ বাজারে কাল শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের ত্রিবার্ষিক সম্মেলন ও বিকাল ৪টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের ত্রিবার্ষিক সম্মেলন আহ্বান করা হয়।
সম্মেলন শান্তিপূর্ণ করার জন্য এই দুটি ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রচার চালিয়ে আসছিলেন। অন্যদিকে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের একাংশের উদ্যোগে আগামী ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুব সমাবেশকে সফল করার লক্ষ্যে শুক্রবার দুপুর ২টার দিকে বাদশাগঞ্জ বাজারে এক প্রস্তুতি সভা ডাকে।
গত ৩১ অক্টোবর বিষয়টি ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের পক্ষে পৃথকভাবে ইউএনওকে লিখিতভাবে জানানো হয়। দুটিপক্ষই একই সময়ে একই দিন একই স্থানে পৃথক কর্মসূচি আহ্বান করার ঘোষণা দেওয়ায় সংঘর্ষ ও নিরাপত্তার কথা ভেবে উপজেলার বাদশাগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় শুক্রবার সকাল ৬টা থেকে ওইদিন রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান বলেন, আওয়ামী লীগ ও যুবলীগ একই দিন একই সময়ে একই স্থানে পৃথক কর্মসূচি আহ্বান করায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।