টি-টোয়েন্টি বিশ্বকাপে বারবারই দাপুটে জয় তুলে নিচ্ছে আফগানিস্তান। গ্রপপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে তারা হারায় পাপুয়া নিউ গিনিকে। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের পর ‘সি’ গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত করেছে রাশিদ খানেরা। আর এতেই কপাল পুড়েছে নিউজিল্যান্ডের। ছিটকে পড়েছে তারা বিশ্বকাপ আসর থেকে।
ত্রিনিদাদ স্টেডিয়ামে শুক্রবার ‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে ৭ উইকেটে পাপুয়া নিউগিনিকে হারিয়েছে আফগানিস্তান৷ আফগানিস্তানের এই জয়ে এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই আনুষ্ঠানিকভাবে বিদায় নিলো নিউজিল্যান্ড।
কেন উইলিয়ামসনের দল টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে।
সাধারণ হিসেবে গ্রুপ পর্বে কেইন উইলিয়ামসনদের এখনো দুটি ম্যাচ বাকি। কিন্তু উগান্ডা ও পাপুয়া নিউগিনির বিপক্ষে সেই দুটি ম্যাচ এখন খেলা না–খেলায় কিছু আসে যায় না। কারণ দুই দল এর আগেই জয় তুলে নিয়ে সুপার এইটে নাম নিশ্চিত করেছে। পয়েন্ট টেবিলের তলানিতে কিউইরা।