শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

সেন্টমার্টিন ইস্যুতে বিএনপি মহাসচিবের বক্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’, বললেন কাদের

১৮ জানুয়ারি, ২০২৫, ০২:৫৩ অপরাহ্ণ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমার সীমান্তে সরকার কঠোর নজরদারি করছে।  বাংলাদেশ কারও সঙ্গে কখনও নতজানু আচরণ করেনি, আমরা করবো না। কদিন আগে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে।

রোববার (১৬ জুন) রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় সেন্টমার্টিন পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি সম্পর্কে তার কোনো ধারণা নেই। সেন্টমার্টিনে যে গুলির ঘটনা ঘটেছে, সেটা করেছে আরাকান আর্মি। মিয়ানমারের রাষ্ট্রীয় বাহিনী সেটা করেনি।

ওবায়দুল কাদের বলেন, সেন্টমার্টিনে নিয়মিত খাদ্যবাহী জাহাজ যাতায়াত করছে। আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাই। গায়ে পড়ে মিয়ানমারের সঙ্গে যুদ্ধ বাঁধানোর কোনো প্রয়োজন নেই বাংলাদেশের। সেন্টমার্টিন দখল হচ্ছে এসব তথ্য সঠিক নয়, এসব গুজব ছড়ানো হচ্ছে।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ