রবিবার, ১৩ জুলাই, ২০২৫

সোহাগ হত্যাকাণ্ড: দলে শুদ্ধি অভিযান চালাবে বিএনপি

এফটিপি নিউজ ডেস্ক
-বিজ্ঞাপণ-spot_img

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী ও যুবদলকর্মী হিসেবে পরিচিত এক যুবককে প্রকাশ্যে পিটিয়ে ও পাথর মেরে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে হত্যার নৃশংস দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। একদিকে যেমন অভিযুক্তদের দ্রুত বিচার দাবি উঠেছে, অন্যদিকে ঘটনার সঙ্গে বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা ঘিরে দলটির ভেতরেই শুরু হয়েছে অস্বস্তি ও সংকট।

প্রকাশ্যে সংঘটিত এই বীভৎস হত্যাকাণ্ডটি ঘটেছিল বুধবার সন্ধ্যায়, তবে সেটি প্রকাশ্যে আসে শুক্রবার, যখন হত্যার ভিডিওটি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায়, ‘সোহান মেটাল’ নামের ভাঙারির দোকান থেকে এক যুবককে টেনে-হিঁচড়ে মিটফোর্ড হাসপাতালের গেটের সামনে এনে লোহার রড, লাঠি, পাথরের টুকরো ও সিমেন্টের ব্লক দিয়ে পেটানো হয়। একপর্যায়ে হামলাকারীদের দুজন নিহত যুবকের শরীরের ওপর উঠে লাফিয়ে আঘাত করে।

নিহতের পরিবারের দাবি, নিহত যুবক বহুদিন ধরে ওয়ারীর রজনী বোস লেনে ভাঙারির ব্যবসা করতেন এবং স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তির সঙ্গে তার ব্যবসায়িক বিরোধ ছিল। মামলার এজাহারে বলা হয়, দীর্ঘদিন ধরে তাকে হুমকি দিয়ে এলাকা ছাড়া করার চেষ্টা চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় কয়েকজন দোকানে ঢুকে তার কর্মচারীদের বের করে দিয়ে তাকে জোর করে হাসপাতালে নিয়ে যায় এবং নির্মমভাবে পিটিয়ে হত্যা করে।

ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে সামাজিকমাধ্যমে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। রাজধানীর বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি স্থানে ‘সাধারণ শিক্ষার্থী’ পরিচয়ে বিক্ষোভ মিছিল হয়। এসব মিছিল ও অনলাইন স্ট্যাটাসে বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে স্লোগান দেওয়া হয়।

এ ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী জানায়, এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান জানান, ঢাকা মহানগর পুলিশ ঘটনার তদন্ত করছে, তবে র‍্যাবও ছায়া তদন্ত শুরু করেছে।

অন্যদিকে সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, এ হত্যাকাণ্ডের মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে চার্জশিট দিয়ে বিচার কাজ শুরু করা হবে।

এদিকে বিএনপি শুরুতে যুবদলের দুইজনকে বহিষ্কার করে। এরপর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল আরও দুইজনকে বহিষ্কার করে। পরে শনিবার যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ সংবাদ সম্মেলনে পাঁচজনকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না অভিযোগ করেন, ভিডিও ও সিসিটিভি ফুটেজে যাদের সরাসরি হামলারত অবস্থায় দেখা গেছে, তাদের মধ্যে তিনজনকে বাদ দিয়ে পুলিশ অন্য তিনজনকে মামলার আসামি করেছে। তিনি বলেন, আমরা জানতে চাই—কেন এই তিনজনকে বাদ দেওয়া হলো? ভিডিওর ফুটেজেই তো স্পষ্ট বোঝা যাচ্ছে কারা জড়িত।

ঘটনার সূত্র ধরে বিএনপির ভেতরে রাজনৈতিক চাপও স্পষ্ট হয়ে উঠেছে। সামাজিকমাধ্যমে দলটির নেতাকর্মীদের নিয়ন্ত্রণহীন আচরণ এবং তারেক রহমানের নাম টেনে সমালোচনা করে দেওয়া পোস্টে বিএনপির ভেতরে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এনসিপি নেতা সারজিস আলম ফেসবুকে লিখেন, আপনার দলের নেতাকর্মী নামধারী কিছু নরপিশাচকে সামলান, তারেক রহমান। আওয়ামী লীগ করলে দায় শেখ হাসিনার, বিএনপি করলে দায় আপনার। এটা জনগণের সাধারণ যুক্তি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, এই ঘটনার সঙ্গে দলের কেউ জড়িত থাকলে সংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি দাবি করেন, ঘটনাটি ঘটতেই না ঘটতেই বিএনপিকে জড়িয়ে রাজনৈতিক প্রচারণা শুরু হয়েছে, যা দীর্ঘদিন ধরে চলে আসা এক ধরনের পুরনো নোংরা চর্চা। অথচ খুলনায় যুবদল নেতাকে রগ কেটে হত্যা কিংবা মসজিদের ইমামকে কুপিয়ে আহত করার ঘটনায় কেউ তেমন প্রতিবাদ করে না।

তবে তিনি স্বীকার করেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, এখানে কিছু ব্যক্তি অপরাধে জড়িয়ে পড়লে দল দায় এড়াতে পারে না। তাই সংগঠনের ভেতরে শুদ্ধি অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছি।

সালাহউদ্দিন আহমেদ জানান, তৃণমূল থেকে শুরু করে জেলা পর্যন্ত নেতাকর্মীদের আচরণ, কর্মকাণ্ড এবং অতীত রেকর্ড খতিয়ে দেখা হবে। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে—এমন কর্মকাণ্ডে জড়িতদের আগেভাগেই চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান। সূত্র: বিবিসি

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত

মুসলিম বিশ্বে জনসংখ্যার দিক থেকে এখন সর্বাগ্রে রয়েছে ইন্দোনেশিয়া। তবে দিনে দিনে দ্রুত হারে বাড়ছে মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা। সেই ধারাবাহিকতায় এগিয়ে আছে বাংলাদেশের পাশ্ববর্তী...

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন অপু বিশ্বাস

জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস।রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন...

ফেনীর বন্যা: দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন- ফসল, মাছ, গবাদিপশুসহ অবকাঠামোয় শত কোটি টাকার ক্ষতি

ফেনীতে টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আকস্মিক বন্যার পানি ধাপে ধাপে কমতে শুরু করেছে। ফলে জেলার বিভিন্ন...

‘শাপলা’ প্রতীক পেতে বাধা দিলে রাজনৈতিকভাবে লড়াইয়ে নামবে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, শাপলা প্রতীক পেতে বাধা দেওয়া হলে রাজনৈতিকভাবে লড়াই করা হবে।রোববার (১৩ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার...

সম্পর্কিত নিউজ

বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত

মুসলিম বিশ্বে জনসংখ্যার দিক থেকে এখন সর্বাগ্রে রয়েছে ইন্দোনেশিয়া। তবে দিনে দিনে দ্রুত হারে...

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন অপু বিশ্বাস

জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় আত্মসমর্পণ...

ফেনীর বন্যা: দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন- ফসল, মাছ, গবাদিপশুসহ অবকাঠামোয় শত কোটি টাকার ক্ষতি

ফেনীতে টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আকস্মিক...