ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে বামপন্থী ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মেঘমল্লার বসু বলেছেন, ডাকসু নির্বাচনে ভোটের যে সমীকরণ করা হচ্ছে তা কিছু দাঁড়াবে না। এখানে স্বাধীনতা বিরোধীরা একটা পোস্টেও জিততে পারবে না। আপনারা শুধু আপনাদের উপস্থিতি নিশ্চিত করুন এবং ভোটটা দিয়ে যান।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, প্রচারণার শেষ দিনে এসে এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে আমরা প্রচারণা শেষ করছি। আমার এই উপস্থিত যদি সহযোদ্ধাদের মনে একটুও প্রেরণা জোগায় তাহলে এটাই আমার প্রাপ্তি হবে।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, যারা আমাকে ভোট দেবেন না, তাদের নতুন করে বলার কিছুই নেই। কিন্তু অনেক মানুষ আছেন যারা আমাকে পছন্দ করেন কিন্তু এই চিন্তা করছেন যে ব্যক্তি আমার দার পর্যন্ত এসে পৌঁছায়নি সে যে নির্বাচিত হলে আমার কাছে এসে পৌঁছাবে তার গ্যারান্টি কী?
তিনি আরও বলেন, আমি শুধু এতটুকুই বলতে পারি, শেষ পাঁচদিন আমি প্রস্তুতি নিচ্ছিলাম যেন শেষ মানুষটি পর্যন্ত পৌঁছাতে পারি। কিন্তু আমার শারীরিক অক্ষমতার কারণে সেটি পারিনি। সেই ব্যর্থতার দায় আমি মাথা পেতে নিচ্ছি।