বুধবার, ২৩ জুলাই, ২০২৫

স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গাজীপুরে ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

জেলা প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালায় চাঁদাবাজির প্রতিবাদ করায় অটোরিকশা শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (২০ জুলাই) বিকেলে বানিয়ারচালা গ্রামের বাসিন্দা জোসনা বেগম (৪৭) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইউনুছ আলী ওরফে নছ মিয়া (৪০), যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ওরফে জসিম তাজ (৩৫), রাকিব সরকার (২৩), দেলোয়ার হোসেন (৪২) ও তরিকুল ইসলাম হৃদয় (১৯)-এর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করা হয়েছে।

জোসনা বেগমের অভিযোগ, তার স্বামী শাহজাহান আলী এবং প্রতিবেশী মিয়ার উদ্দিন দীর্ঘদিন ধরে বাঘেরবাজার থেকে সাফারি পার্ক রুটে অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদাবাজির প্রতিবাদ করে আসছিলেন। এরই জেরে গত ১১ জুলাই দুপুরে অভিযুক্তরা তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং প্রাণনাশের হুমকি দেয়।

একই দিন বিকেল ৪টার দিকে শাহজাহান আলী ও মিয়ার উদ্দিন বাড়ি ফেরার পথে বানিয়ারচালা এলাকার নূর উদ্দিন মাস্টারের বাড়ির সামনে পৌঁছালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ অভিযুক্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় শাহজাহান, মিয়ার উদ্দিন, শহীদুল ইসলাম এবং মিয়ার ছেলে সুমন মিয়া গুরুতর আহত হন। সুমনের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে ও গলা চেপে হত্যার চেষ্টা করা হয়। শহীদুল ইসলামকে লাথি ও রড দিয়ে পায়ে আঘাত করে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চালানো হয়। হামলার সময় তরিকুল ইসলাম হৃদয় মিয়ার উদ্দিনের লুঙ্গির কোঁচ থেকে ১৮ হাজার ৯শ টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত সুমন মিয়াকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, “অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজহারুল ইসলাম

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

ইতিহাস গড়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩ রান। হাতে ছিল এক উইকেট। মুস্তাফিজের করা ওভারের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে সমীকরণ সহজ করেন দানিয়েল। তবে পরের...

৯ ঘণ্টা পর মাইলস্টোন ছাড়লেন দুই উপদেষ্টা, শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বের হয়েছেন দুই উপদেষ্টা আসিফ নজরুল ও সি আর...

সচিবালয়ের সামনে লাঠিচার্জ, ঢামেকে ভর্তি ৪০ ছাত্র

সচিবালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জের ঘটনায় আহত ৪০ শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তারা প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৩-৪...

২০ শিক্ষার্থীকে উদ্ধার করে দেয়া সেই শিক্ষক মাহেরিন ছিলেন জিয়াউর রহমানের ভাতিজি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর আহত ২০ শিক্ষার্থীকে বাঁচিয়ে না ফেরার দেশে চলে গেছেন ওই স্কুলের শিক্ষিকা মাহেরিন চৌধুরী।সোমবার...

সম্পর্কিত নিউজ

ইতিহাস গড়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩ রান। হাতে ছিল এক উইকেট। মুস্তাফিজের করা ওভারের...

৯ ঘণ্টা পর মাইলস্টোন ছাড়লেন দুই উপদেষ্টা, শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার...

সচিবালয়ের সামনে লাঠিচার্জ, ঢামেকে ভর্তি ৪০ ছাত্র

সচিবালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জের ঘটনায় আহত ৪০ শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে...