সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

স্লোগানে মুখর শাহবাগ, সমাবেশ ঘিরে ছাত্রদল নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

সকাল থেকে রাজধানী ঢাকায় ফোঁটা ফোঁটা বৃষ্টি ধাপে ধাপে মুষলধারে রূপ নেয়, সেই সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীমুখী ছাত্রদল নেতাকর্মীদের ঢলও বাড়তে থাকে। শাহবাগে জড়ো হন ছাত্রদলের নেতাকর্মীরা। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (৩ আগস্ট) বেলা ৩ দিকে সমাবেশ শুরু হয়। সমাবেশ শুরুর আগে বৃষ্টি বাড়লেও সমাবেশস্থল ছাড়েননি ছাত্রদলের নেতাকর্মীরা। স্লোগানে মুখর হয়ে আছে শাহবাগ এলাকা। ধাপে ধাপে মিছিল নিয়ে তারা সমাবেশস্থলে আসতে থাকেন। সমাবেশকে ঘিরে শাহবাগ ও এর আশপাশের এলাকা নেতাকর্মীদের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। তাদের কণ্ঠে শোনা যায় গণতন্ত্র পুনরুদ্ধারের স্লোগান।

এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের সিনিয়র ও সাবেক ছাত্রনেতারাও এতে যোগ দেন।

ছাত্রদলের নেতারা এ সমাবেশকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের একটি প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের দাবি, শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি তুলে ধরার জন্যই এ আয়োজন করা হয়েছে। সমাবেশ শেষে তারা সরকারের কাছে তাদের বার্তা পৌঁছে দিতে চান।

সমাবেশ সফল করতে ছাত্রদল প্রায় ৯০টি সাংগঠনিক টিম গঠন করেছে। দেশের প্রতিটি জেলা ও মহানগর ইউনিট থেকে কর্মীদের ঢাকায় আনতে নেওয়া হয়েছে সুসংগঠিত প্রস্তুতি।

এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম থেকে একটি ২০ বগির বিশেষ ট্রেন আজ সকাল ৭টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রেনটি দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছায় এবং সমাবেশ শেষে এটি আবার সন্ধ্যা ৭টায় পুনরায় চট্টগ্রামের উদ্দেশ্যে ফিরে যাবে।

ছাত্রদলের এ সমাবেশটি প্রথমে জাতীয় শহীদ মিনারে হওয়ার কথা ছিল। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন করে শাহবাগে নিয়ে আসা হয়। সাধারণ মানুষের দুর্ভোগের জন্য ছাত্রদল আগাম দুঃখ প্রকাশ করে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

‘জুলাইয়ের পরও আমাদের রাজনীতিবিদদের কোনো পরিবর্তন হয়নি’

জুলাইয়ের পরও আমাদের রাজনীতি- বিদদের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন বিগ্রেডিয়ার জেনারেল(অব.) আবদুল্লাহিল আমান আজমী।রোববার(২৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ফেস...

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি, ৪টি স্মারক ও একটি কর্মসূচি সই

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি চুক্তি,...

কাদা ছোড়াছুড়ি না করে ভালো কাজের প্রতিযোগিতার আহবান সাদিক কায়েমের

ঢাবি প্রতিনিধিডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি না করে সকল প্রার্থীকে ভালো কাজের প্রতিযোগিতার আহ্বান জানিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী...

ইকসু গঠনে এক প্লাটফর্মে ইবির সকল শিক্ষার্থী 

স্বাধীন বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হলো কুষ্টিয়ার  ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। কিন্তু দীর্ঘ ৪৫ বছরেও গঠিত হয়নি কেন্দ্রীয় ছাত্র সংসদ। তবে সম্প্রতি এ নিয়ে সরব...

সম্পর্কিত নিউজ

‘জুলাইয়ের পরও আমাদের রাজনীতিবিদদের কোনো পরিবর্তন হয়নি’

জুলাইয়ের পরও আমাদের রাজনীতি- বিদদের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন বিগ্রেডিয়ার জেনারেল(অব.) আবদুল্লাহিল...

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি, ৪টি স্মারক ও একটি কর্মসূচি সই

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী...

কাদা ছোড়াছুড়ি না করে ভালো কাজের প্রতিযোগিতার আহবান সাদিক কায়েমের

ঢাবি প্রতিনিধিডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি না করে সকল...