34 C
Dhaka
Friday, May 17, 2024

‘সৎবাবা’ শব্দ দিয়ে আমাদের সম্পর্কের বিচার করা যাবে না: আফতাব আহমদের মৃত্যুতে নুহাশ হুমায়ূন

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর বনানীর একটি হাসপাতালে সোমবার (৩ জুলাই) রাত পৌনে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লেখক, কবি আফতাব আহমদ। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। তাকে নিয়ে ফেসবুকে আবেগঘন কথা লিখেছেন নুহাশ হুমায়ূন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে নুহাশ হুমায়ূন লিখেছেন, আফতাব আংকেল আর আমার মা চার বছরের বেশি সময় বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন, কিন্তু ‘সৎবাবা’ শব্দটা দিয়ে আমাদের সম্পর্কের বিচার করা যাবে না। তিনি ছিলেন আমার পরিবারের অংশ, প্রিয় একজন বন্ধু, সেই সঙ্গে একজন সৃজনশীল সহযোগী, আমার টেলিভিশনের প্রথম কাজের গীতিকার এবং অতিসাম্প্রতিক ‘ষ’-এর সহলেখক ছিলেন তিনি।

নুহাশ হুমায়ূন জানান, ‘মাস চারেক আগে একাধিকবার স্ট্রোক করেছিলেন তারপর থেকেই হাসপাতালের আইসিউতে আসা যাওয়ার মাঝে ছিলেন তিনি। কথা বলার ক্ষমতার পাশাপাশি আরও কিছু মোটর ফাংশনও হারিয়ে গিয়েছিল। এবার একটু শান্তি পান, এটাই কামনা।

সম্পর্কের বিষয়ে নুহাশ বলেন, গত কয়েক মাসে হাসপাতালে হাসপাতালে ফর্মে স্বাক্ষর করে বেড়িয়েছি, নিজের নামের পাশাপাশি ‘সম্পর্ক: সন্তান’ লিখেছি। আর সেটা একেবারে হৃদয় থেকেই লিখেছি। তিনি ছিলেন একজন কবি, পরিবারপ্রিয় মানুষ।

ইউএনডিপিতে তার এক সহকর্মী তার কথা বলতে গিয়ে লিখেছিলেন, ‘সৎ, পণ্ডিত, প্রত্যুৎপন্নমতি ও শেকসপিয়ারিয়ান- সেই সঙ্গে কবিতা আর ব্যক্তিজীবন দুটোতেই খানিকটা বাঙালি রোমান্টিসিজম। তার জন্য আপনারা একটু দোয়া করবেন। তার সকল শুভাকাঙ্ক্ষী, পরিবার, ও তার সুপুত্র আবরারের জন্য ভালোবাসা রইল।’

সর্বশেষ সংবাদ

পাকিস্তানের দোসর হয়ে বিএনপি জনগণকে শোষণ করত: আইনমন্ত্রী

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি পাকিস্তানের দালাল হয়ে জনগণকে শোষণ ও অত্যাচার করত।বিএনপির সময় ঋণখেলাপির পরিমাণ সবচেয়ে বেশি ছিল। শুক্রবার (১৭ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া...

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে না: মার্কিন পররাষ্ট্র দপ্তর

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেল জানিয়েছেন, বাংলাদেশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে না। স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে...

উপজেলা নির্বাচন: এক আ.লীগ নেতার বংশ উচ্ছেদের হুমকি দিলেন আরেক নেতা

উপজেলা নির্বাচনে সমর্থন না দেওয়াকে কেন্দ্র করে এবার বংশ উচ্ছেদের হুমকিতে পড়েছেন সোনারগাঁও আওয়ামী লীগের এক নেতা। উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর...

একবেলা যারা খেতে পারতো না, তারা এখন চারবেলা খায়: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্রামের অর্থনীতি পাল্টে গেছে। যারা একবেলা ভাত খেতে পারতো না, এখন চারবেলা খায়। একসময় গ্রামে হাটবারের...

রাজধানীতে ১০ তলা ভবন থেকে পড়ে নিহত ২

রাজধানীর বাসাবো এলাকায় একটি ১০ তলা ভবনের ওপর থেকে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়ে আইসিউউতে আছেন। শুক্রবার (১৭ মে)...